Dr. Neem on Daraz
Victory Day

খরচের চাপে হিমশিম জীবন


আগামী নিউজ | তাইফুর রহমান তুষার প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৭:৫৪ পিএম
খরচের চাপে হিমশিম জীবন

ঢাকাঃ আমার পরিবারের মিনিমাম মাসিক খরচের তালিকা।

১। চাউল            = ৩০০০/-
২। তৈল              = ১০০০/-
৪। কাঁচা বাজার  = ৩৫০০/-
৫। মাছ/মাংশ     =  ৩৫০০/-
৬। গ্যাস             = ১৫০০/-
৭। শ্যাম্পু,সাবান etc =১০০০/-
৮। মুদি বাজার        =  ৩৫০০/-
৮। বিদ্যুৎ বিল         =   ১৫০০/-
৯। মোবাইল wifi etc =  ১৫০০/-

সাথে বাচ্চাদের পড়ালেখা, আব্বুর চিকিৎসা খরচ, অন্যান্য চিকিৎসা, যাতায়াত, পিতা মাতার জন্য নির্দিষ্ট একটা খরচ সহ, অন্যান্য খরচ =  ১৫০০০/-
মোট খরচ = ৩৫০০০/- 

আলহামদুলিল্লাহ একজন "প্রবাসী কামলা" হওয়ার সুবাদে পরিবারের ভরণপোষণ খুব ভালভাবে চালানোর সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন।

কিন্তু, 
যাদের বেতন ৮,০০০/-
যাদের বেতন ১০,০০০/-
যাদের বেতন ১২,০০০/-
যাদের বেতন ১৫,০০০/-

কি করবে তারা ?

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে আগে,
দেশের মানুষ বাঁচলে দেশ বাঁচবে। দেশের মানুষ উন্নয়ন তথা স্যাটেলাইট, বিমানবন্দর, মেট্রোরেল, পদ্ধা সেতু, টানেল, ফ্লাইওভার ইত্যাদি চায়, তবে তার আগে তারা দুই বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে চায়। 
মধ্যবিত্ত এবং নিম্নআয়ের মানুষের জন্য সকল পণ্যের দাম কমানোটা অতীব জরুরী। উন্নয়ন খাইলে পেট ভরবে না পেট ভরতে চাই খাদ্য। 

দেশের হোমরা- চোমরা যারা আছেন, রাজপথ থেকে একবার গলিতে নেমে এসে দেখুন বাস্তবতা কত কঠিন। সাধারণ মানুষকে বাঁচতে দিন, ওরা ভালো নেই.....।

দ্রঃ মাঝে মাঝে কিছু কথা রাজনীতি ছুঁয়ে যায়, তবে আমার ফেসবুকে দেয়া এই পোস্ট রাজনীতির মাঠ থেকে অনেক দূরে। তাই দয়া করে রাজনীতির সাথে এটাকে মিলাবেন না।

তাইফুর রহমান তুষার 
একজন প্রবাসী সংবাদকর্মী।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে