Dr. Neem on Daraz
Victory Day

বার বার স্থান পরিবর্তন কেন করলেন?


আগামী নিউজ | মহিউদ্দিন হামিদী  প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৫, ০৯:২৪ পিএম
বার বার স্থান পরিবর্তন কেন করলেন?

চাইলাম সোহরাওয়ার্দী উদ্যান বললেন গোলাপ বাগ? 
রাত্র দুইটাই জানালেন প্রে সক্লাব 
কেন? 
প্রত্যেকটি মাইকের দোকানে বলা হলো আমাদেরকে যেন মাইক ভাড়া দেওয়া না হয় কিন্ত কেন? 
বিভিন্ন অনলাইন টোকাই সাংবাদিকরা আমাদেরকে আওয়ামী লীগের বিটিম বলে ঘোষণা দিলেন কিন্ত কেন?  আমাদের বিরুদ্ধে যারা কষ্ট করে এতসব পদক্ষেপ নিলেন আসলে তারা কারা? 

আজ জাতি তাদের মিথ্যাচার দেখতে পেলো,তাদের মিথ্যাচারে অপপ্রচারে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংবাদ প্রচার করতেও ভয় পেল কিন্তু কেন? কেন এই বৈষম্য? 

বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা লোকালয় হীন ছোট্ট জায়গায় ভিডিও করে প্রচার করলেন হাজার হাজার লোকের সমাগম? 
অথচ আজ প্রায় ২০ লক্ষ লোকের সমাগমে গোটা রাজধানী ধন্য হল। 
তাদের ভয় একটাই সুন্নিদেরকে মাঠে দাঁড়াতে দিবেনা কিন্ত কেন? সুন্নি পীর মশায়েখ ওলামায়ে কেরামদেরকে নিয়ে তাদের এত ভয় কেন? 
শান্তি প্রিয় সুফিবাদে বিশ্বাসী সুন্নি জনতা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশে তাদেরকে নিয়ে কোন কলঙ্কজনক অধ্যায় নাই আলহসমদুলিল্লাহ।

এতকিছুর পরেও সরকারের দেশপ্রেমিক কিছু সুন্নি ভাই আমাদেরকে প্রোগ্রাম করতে সহযোগিতা করেছেন শেষ পর্যায়ে হলেও অনুমতি দিয়ে ধন্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।  

আগামীতে যারা সুন্নিদের প্রোগ্রামে এরকম বাঁধার সৃষ্টি করবে সরকারের কাছে অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করার জন্য ।
তাদের মিথ্যা প্রপাগান্ডা যেন শান্তি প্রিয় সুন্নি জনতার দাবিগুলোকে পিছনে ফেলে না রাখে।

আজকে কোন গাছের আম পারা হয়নি, কোন দোকানে লুট হয়নি কোন দোকানের গ্লাস ভাঙ্গা হয়নি, ফ্যাক্টরি লুট হয়নি। 
আজ কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি গার্মেন্টস ফ্যাক্টরিগুলিকে  বন্ধ করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার তাগিদ করা হয়নি।
হা এরাই সুন্নি জনতা যারা তাওহীদ এবং রেসালাতে বিশ্বাসী। 
তৌহিদী জনতার নাম দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার নাম ইসলাম নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শের নামই হচ্ছে ইসলাম। 
শুধু তৌহীদ নয়, তৌহিদ এবং রেসালাতে বিশ্বাসী যারা তারাই মুসলমান। 
আবারো কৃতজ্ঞতা প্রকাশ করছি অংশগ্রহণকারী সকলের প্রতি এবং তাদের প্রতিও কৃতজ্ঞ যারা আমাদেরকে ভুল না বুঝে সর্বশেষে তাদের মিথ্যা কথায় কান না দিয়ে,  অনুমতি দিয়ে আমাদেরকে একটি সফল প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য।

মহিউদ্দিন হামিদী 
২৬/০৪/২০২৫

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে