Dr. Neem on Daraz
Victory Day

ইউটিউবে ভিডিও দেখে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ


আগামী নিউজ | ক্যারিয়ার ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১, ১১:০০ এএম
ইউটিউবে ভিডিও দেখে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ চাঁদপুরে ইউটিউবে ভিডিও দেখে গ্যারেজের অব্যবহৃত স্থানে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন গ্যারেজ মালিক মোহাম্মদ হানিফ গাজী।

এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন করে লাভবান হচ্ছেন গ্যারেজ মালিক মোহাম্মদ হানিফ গাজীর। গ্যারেজের এ অংশটি ছিলো অব্যবহৃত।

মাত্র ১২ শতাংশ জমিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি করেন বায়োফ্লক্সের ৬টি বেড। এজন্য মাটির উপর রঙ্গিন প্লাস্টিক বিছিয়ে বক্স আকারে ট্যাংকি তৈরি করা হয়। সেখানে পাইপের সাহায্যে ডিপ-টিউবওয়েলের পানি সরবরাহের পাশাপাশি অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। বিজ্ঞানসম্মত হওয়ায় অল্প জায়গা অনেক মাছ চাষ করতে পারছেন তিনি। 

খামারটি তৈরিতে খরচ হয়েছে ৭ লাখ টাকা। এখন বছরে আয় প্রায় এক লাখ টাকা। এই মৎস্য খামারে চাষ হচ্ছে কই, পাঙ্গাশ, মনোসেক্স তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ। 

উদ্যোক্তা মো. হানিফ গাজী বলেন, জায়গাটি খালি থাকায় আমি মৎস্য চাষ শুরু করি। এখান থেকে আমি মোটামুটি একটা ভালো অর্থ আয় করতে পারছি। সামনে এই খামারকে আরও বড় করে করার ইচ্ছা আছে আমার।

হানিফ গাজীর খামারে কর্মসংস্থানের পাশাপাশি ভাসমান মাছ চাষে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকে।

 মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আসাদুল বাকী বলেন, এসব ছোট-খাটো কাজ করে আজকাল মানুষ আয়ের নানারকম পদ্ধতি বের করছে। এসব খামারের যখন যেটা প্রয়োজন সেই সাহায্য দিতে আমরা প্রস্তুত আছি।

এই ধরনের মৎস্য খামার বেকার যুবকদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

আগামীনিউজ/সোহেল 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে