Dr. Neem on Daraz
Victory Day

মুরগিতেই লাখপতি


আগামী নিউজ | সাতক্ষীরা প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২০, ১২:৩৪ পিএম
মুরগিতেই লাখপতি

সাতক্ষীরা : শহরের মুনজিতপুর এলাকার ব্যবসায়ী সিরাজুল ইসলামের ছেলে সুজন হাসান জয় লেখাপড়া শেষ করে এনজিওতে চাকরি করছেন। তবে ২০১৬ সালে তিনি শখের বসে বাড়ির ছাদে দুটি বিদেশি মুরগি পালন শুরু করেন। দুটি মুরগি থেকে এখন তার খামারে শতাধিক বিদেশি মুরগি। এই মুরগি পালন করেই মাসে ২৫-৩০ হাজার টাকা বাড়তি আয় করছেন এই যুবক।

এ প্রসঙ্গে খামারি জয় বলেন, সখের বসে চার বছর আগে বগুড়া থেকে দুটি আমেরিকান সিল্কি মুরগি ক্রয় করে বাড়ির ছাদে পালন করা শুরু করি। দুটি মুরগি থেকে ডিম ও বাচ্চা দিলে মুরগির সংখ্যা বাড়তে থাকে। এছাড়া বিভিন্ন স্থান থেকে অন্য জাতের বিদেশি মুরগি সংগ্রহ করতে থাকি। এভাবেই বাড়ির ছাদে গড়ে তুলি ছোট একটি মুরগির খামার।

তিনি আরো বলেন, বর্তমানে খামারে বিভিন্ন দেশের ৯ প্রজাতির শতাধিক মুরগি রয়েছে। ইউরোপিয়ান ব্রামা, কচিং, আমেরিকান সেভ রাইট, সিল্কি ও ফিজেল, নেদারল্যান্ডসের পলিশক্যাপ ও সেরমা, ভারতীয় কাদারনাথ ও বেনটাম প্রজাতির মুরগি রয়েছে সংগ্রহে। সংগ্রহে থাকা এ মুরগিগুলোর দাম বর্তমানে পাঁচ লাখ টাকারও বেশি।

জয় জানান, ইউরোপিয়ান ব্রামা মুরগি এক জোড়া বিক্রি হয় ২০ হাজার টাকা, বাচ্চা ৭-৮ হাজার টাকা। ইউরোপিয়ান কচিং মুরগির এক জোড়ার মূল্য ১০ হাজার টাকা, বাচ্চা ৪ হাজার। আমেরিকান সেভরাইট এক জোড়া ১২ হাজার, বাচ্চা ৫ হাজার টাকা, সিল্কির এক জোড়া ৭ হাজার, বাচ্চা দেড় হাজার টাকা। ফিজেল এক জোড়া ১০ হাজার, বাচ্চা ৪ হাজার টাকা, নেদারল্যান্ডসের পলিশক্যাপ এক জোড়া ১৫ হাজার, বাচ্চা ৫ হাজার টাকা। সেরমা এক জোড়া ৮ হাজার, বাচ্চা ২ হাজার টাকা, ভারতীয় কাদারনাথ এক জোড়া ৩ হাজার, বাচ্চা ৫০০ ও বেনটাম এক জোড়া ৫ হাজার ও বাচ্চা দেড় হাজার টাকায় বিক্রি হয়।

এ নিয়ে জয়ের মা লিলি বেগম জানান, মুরগি পালন করে নিজের খরচ নিজেই জোগাড় করে জয়। এছাড়া সংসারেও খরচ দেয়। প্রতি মাসেই ২৫-৩০ হাজার টাকা রোজগার করে।

আগামী নিউজ/এমআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে