ঢাকাঃ এর আগে আমরা শুনেছি প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমাতে পারলেই মিলবে ১ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। তবে কখনো কি শুনেছেন গরুর সঙ্গে সময় কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ২০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার টাকা। কি শুনে অবাক হলেন? অবাক হওয়ারই কথা। তেমনটাই হয়েছে নেদারল্যান্ডসে।
সেখানে এই অভিনব উপায়ের সাহায্য নিচ্ছেন মার্কিন নাগরিকরা। গরুর সঙ্গে সময় কাটানো শুরু করেছেন তারা। এই কার্যক্রমটির নাম ‘কাউ কাডলিং’। অর্থাৎ গরুকে আলিঙ্গন করা। হিন্দস্তান নিউজ হাবের এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছেন। অবসাদ কাটানোর জন্য ‘কাউ কাডলিং’ মোটা অংকের বিলও গুণতে হচ্ছে মার্কিনিদের। দেশটিতে গরুর সঙ্গে সময় কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ২০০ ডলার অর্থাৎ বাংলাদেশের ১৭ হাজার টাকা দিতে হচ্ছে তাদের।
অতিমারির জেরে তা ক্রমশ এখন যুক্তরাষ্ট্রেও জনপ্রিয় হয়ে উঠেছে। এটি রীতিমতো ব্যবসায় পরিণত হয়েছে। টাকার বিনিময়ে গরুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন মার্কিনিরা। কখনো গরুকে জড়িয়ে শুয়ে থাকছেন, কখনো গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন আবার কখনো বেহালা বাজিয়ে গরুকে শোনাচ্ছেন তারা।