Dr. Neem on Daraz
Victory Day

বাসন্তী রংয়ে ভালোবাসা


আগামী নিউজ | নুসরাত অদিতি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২০, ০৯:৫৬ পিএম
বাসন্তী রংয়ে ভালোবাসা

কাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। বাঙালির ঘরে ঘরে প্রাণের বসন্তের রং ছোঁয়ার অপেক্ষার বাকি আর কিছু মুহূর্ত। তবে শুধু ফাল্গুনের রংই নয়, এবার একই দিনে ভালোবাসার রংও মেলবে তার ডানা। আগামীকাল একই সঙ্গে পালিত হতে যাচ্ছে পয়লা ফাল্গুন ও ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস।

কাল বসন্তের আগুন জেগে উঠবে বৃদ্ধ, তরুণ, শিশুর প্রাণে; গাছের পাতায়, ফুলে, ফলে। শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্ত জেগেছে। ফাগুনের প্রথম দিনে সর্বত্র আনন্দ, ভালোবাসা, তারুণ্যের আগুন লাগার অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ভালোবাসার টুকটুকে লাল রঙে সজ্জিত হবার অপেক্ষায় প্রহর গুণছে বিশ্ব।

ভালোবাসার রং আর বসন্তের রংয়ের মিশ্রণে এক নিস্বর্গের অপেক্ষায় প্রহর গুনছে পৃথিবী। আর কিছুক্ষণ তারপর শুধু বসন্ত ও ভালোবাসার রংয়ে এক স্বর্গরাজ্যে পরিণত হবে চারদিক।

কবি সুভাষ মুখোপাধ্যায়ের বসন্ত বন্দনার ছন্দে গেয়ে উঠবে সবার মন ‘ফুল ফুটুক আর না ফুটুক/আজ বসন্ত’।

আগামীনিউজ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে