Dr. Neem on Daraz
Victory Day

মানুষ বাঁচবে ১৩০ বছর!


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৫:০০ পিএম
মানুষ বাঁচবে ১৩০ বছর!

জেন কামেন্ঁতর ১২২ বছর বয়সে ১৯৯৭ সালে মারা যান। ছবি: সংগৃহীত

ঢাকাঃ মানুষের আয়ু ক্রমাগত বাড়ছে। এর কারণ বিজ্ঞানের আবিস্কারের ফলে স্বাস্থ্যসেবার অভূতপূর্ব উন্নয়ন ও জীবনযাত্রার মানের বিকাশ।  সম্প্রতি এক গবেষণায় মানবজাতির জন্য মিলেছে সুখবর।  বিজ্ঞানীদের দাবি, চলতি শতাব্দীর শেষ নাগাদ মানুষের আয়ু ১৩০ বছরে উন্নীত হতে পারে। 

ভারতীয় গণমাধ্যম লাইভমিন্ট একটি গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায়।গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স জার্নালে।

গবেষকরা বলছেন, মানুষের আয়ুর কোনো ঊর্ধ্বসীমা নেই। গবেষণাটি চালিয়েছেন লসনে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির (ইপিএফএল) বিজ্ঞানীরা।

তারা বলছেন, পরিবেশ দূষণের কারণে আগের চেয়ে মানবজীবনের ঝুঁকি বেড়েছে ঠিকই, তা সত্ত্বেও মানুষের আয়ুস্কালের তেমন কোনো পরিবর্তন হয়নি। গবেষকরা ১৩টি দেশের ১০৫ এবং ১১০ বছরেরও বেশি বয়সী সহস্রাধিক পুরুষ ও নারীসহ বিভিন্ন বয়সীর গত ৬০ বছরের আযুস্কাল সংক্রান্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলে জানিয়েছেন।

গবেষণাপত্রে দুটি ঘটনার উল্লেখও করা হয়েছে। প্রথমটি এখনও পর্যন্ত মানব ইতিহাসে সবচেয়ে বেশিদিন যিনি বেঁচেছিলেন সেই ফরাসি নারী জেন কামেন্ঁতর কাহিনি। ১৯৯৭ সালে তিনি প্রয়াত হন ১২২ বছর বয়সে। দ্বিতীয় ঘটনাটি জাপানের কানে তানাকার। তিনি এখন ১১৮ বছর বয়সেও দিব্যি তরতাজাই রয়েছেন। বর্তমানে বিশ্বে মানুষের গড় আয়ু ৭৩ বছরের কাছাকাছি। গবেষকরা বলছেন, ১৩০ বছর পর্যন্ত বা তারও বেশি বাঁচবে এমন মানুষের সংখ্যা ১০ লাখে একজন হতে পারে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে