Dr. Neem on Daraz
Victory Day

ইউটিউব দেখে সাপ ধরতে গিয়ে হাসপাতালে যুবক!


আগামী নিউজ | ডেস্ক রিপোর্ট প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২১, ০১:২৪ পিএম
ইউটিউব দেখে সাপ ধরতে গিয়ে হাসপাতালে যুবক!

ছবি: সংগৃহীত

ঢাকাঃ ইউটিউবে সাপ ধরার নানা কসরত দেখতেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা সৌরভ পণ্ডিত।

কিন্তু বাস্তবে সেই সাপ ধরতে গিয়ে তিনি কামড় খেয়ে এখন হাসপাতালে ভর্তি বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এলাকার বাসিন্দা ওই যুবককে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌরভ ইউটিউবে সাপ ধরা দেখতেন। এভাবে সে কয়েকটি জায়গায় সাপ ধরতেও গিয়েছেন। এদিকে বোনের বাড়িতে সাপ বেরিয়েছে শুনে সেটি ধরতে যান তিনি।

কিন্তু সাপটিকে একটি পাত্রে ভরার সময় সেটি সৌরভকে কামড়ে দেয় বলে মনে করা হচ্ছে।

এদিকে সর্প বিশেষজ্ঞদের মতে, এটি কালাচ প্রজাতির সাপ। এগুলো কামড়ালে কোনো দাগ হয় না, জ্বালাযন্ত্রণা হয় না। কিন্তু হঠাৎই তলপেটে ব্যথা শুরু হয়।

উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া বলেন, এভাবে প্রশিক্ষণ না নিয়ে, বন দপ্তরের অনুমতি ছাড়া সাপ ধরা ঠিক নয়।

এদিকে সৌরভ জানিয়েছেন, সাপটা কামড়াল কিনা ঠিক বুঝতে পারছি না। তবে ভয় লাগছে।

এদিকে সৌরভের বাবা নারায়ণ পণ্ডিত বলেন, ছেলে মাতব্বরি করতে গিয়ে এসব করেছে। আমার ছেলের সাপ ধরার কোনো প্রশিক্ষণ নেই। কিন্তু এভাবে সাপ ধরতে গিয়ে তার আরও বিপদ হতে পারতো।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে