Dr. Neem on Daraz
Victory Day

উমর গুলকে সম্মান জানাল পিসিবি


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ০২:৪০ পিএম
উমর গুলকে সম্মান জানাল পিসিবি

ছবি সংগৃহীত

ঢাকা : ২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক কীর্তি গড়েছিলেন পাকিস্তানের তারকা পেসার উমর গুল। এখনো সেটি স্মরণে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১১ বছর আগে দুর্দান্ত সেই নৈপুণ্যের জন্য সম্মাননাস্বরূপ গুলের হাতে ক্রেস্ট তুলে দিলেন বোর্ড চেয়ারম্যান এহসান মানি।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় স্বাগতিকরা।  

তখনো বৃষ্টি চলতে থাকায় পিসিবি কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গুলের হাতে ফলক তুলে দেন এহসান মানি। 

উল্লেখ্য, ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওভারে মাত্র ৬ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন উমর গুল। তার বোলিং নৈপুণ্যে ফাইনালে উঠে পাকিস্তান। শিরোপা লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। ওই টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন উমর গুল।

অজন্তা মেন্ডিসের আগে সবচেয়ে কম রানে বেশি উইকেট নেয়ার বিশ্বরেকর্ডটি ছিল গুলের দখলেই। ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ মাত্র ১৬ রানে ৬ উইকেট নিয়ে সেই রেকর্ড ভেঙে ফেলেন লঙ্কান স্পিন জাদুকর। তবে বর্তমানে রেকর্ডটি ভারতীয় পেসার দিপক চাহারের ঝুলিতে। গত বছর বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট লাভ করেন তিনি।

আগামীনিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে