Dr. Neem on Daraz
Victory Day

ম্যাথিউসকে সাকিবের টাইমড আউট করা নিয়ে যা বললেন হাথুরু


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৩, ০২:৫৫ পিএম
ম্যাথিউসকে সাকিবের টাইমড আউট করা নিয়ে যা বললেন হাথুরু

ঢাকাঃ গেল সোমবার বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। আর এই ম্যাচে দেখা গিয়েছিল বিরল এক আউট। ১৪৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো টাইমড আউটের দৃশ্য দেখেছিল ক্রিকেট বিশ্ব। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে এদিন টাইমড আউট করেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ম্যাথিউসকে টাইমড আউট করা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। কেননা সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার এমন আবেদন করে স্পিরিট অব ক্রিকেট ভঙ্গ করেছেন বলে মত অনেকের। তবে এই বিষয়টি মানতে নারাজ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। জানালেন এমন আউটের সিদ্ধান্ত আম্পায়ারদের ওপরই থাকুক।


আগামীকাল বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ পুনেতে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে টাইমড আউট নিয়ে বলেন, ‘এ নিয়ে বিতর্ক খুব শিগগিরই থামবে বলে মনে হয় না। আমি মনে করি টাইমড আউটের সিদ্ধান্ত নেওয়ার ভার আম্পায়ারদের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এই আউট ক্রিকেটের আইনের মধ্যেই আছে। আমি চাই এ সিদ্ধান্তটা আম্পায়ারের দিক থেকেই আসুক। তারাই ঘোষণা করুক, কোনো ব্যাটসম্যান টাইমড আউট হয়েছেন কি না!’

হাথুরুর মনোযোগ এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ঘিরেই, ‘অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হারটা আমাদের সম্ভাবনা তৈরি করেছে। তবে আমি বিষয়টা নিয়ে ভাবছি না। আমি ভাবছি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে। অস্ট্রেলিয়াকে হারাতে হলে আমাদের খুবই ভালো ক্রিকেট খেলতে হবে। এখন আমাদের সব মনোযোগ সেদিকেই।’

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে