Dr. Neem on Daraz
Victory Day

‘শ্রীলঙ্কায় খেলতে আসলে সাকিবকে পাথর মারা হবে’


আগামী নিউজ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৩:৫১ পিএম
‘শ্রীলঙ্কায় খেলতে আসলে সাকিবকে পাথর মারা হবে’

ঢাকাঃ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দিন আলোচিত এক ঘটনার জন্ম দিয়েছিলেন সাকিব আল হাসান। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাট করতে ক্রিজে আসতে দেরি করায় ‘টাইমড আউটের’ আবেদন করেছিলেন টাইগার অধিনায়ক। আম্পায়ারও সাড়া দিয়েছিলেন, তাই কোনো বল না খেলেই সাজঘরে ফিরতে হয়েছিল ম্যাথিউসকে। এমন ঘটনায় বিশ্বসেরা অলরাউন্ডারকে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে এবার একেবারে হুমকির সম্মুখীনই হয়েছেন সাকিব।

ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করায় সাকিবের উপর ক্ষেপেছেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। টাইগার অধিনায়কের এমন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলসে দেয়া এক সাক্ষাৎকারে ম্যাথিউসের ভাই বলেন, ‘আমরা খুবই হতাশ। বাংলাদেশ অধিনায়কের কোনো স্পোর্টসম্যানশীপই নেই, ভদ্রলোকের খেলায় সে কোনো মানবিকতাই দেখায়নি।’

এরপরই ট্রেভিন জানান, শ্রীলঙ্কা গেলে সাকিবের উপর পাথর নিক্ষেপও করা হবে। তিনি বলেন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে তাহলে তাঁর উপর পাথর ছুঁড়ে মারা হবে কিংবা ভক্তদের অসন্তোষের মুখে পড়তে হবে।’

এর আগে টাইগারদের বিপক্ষে সেই ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে ‘টাইমড আউটের’ ঘটনাকে সাকিব এবং বাংলাদেশের জন্য লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘আমি ভুল কিছু করিনি। নিজেকে তৈরি করে ক্রিজে যাওয়ার জন্য আমার হাতে ২ মিনিট সময় ছিল এবং সেটা আমি করেছি। আমার (হেলমেট) সরঞ্জামে সমস্যা হয়েছিল।’

 তিনি বলেন, ‘আমি জানি না কাণ্ডজ্ঞান কোথায় হারাল। অবশ্যই সাকিব ও বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। যদি ওরা এভাবেই খেলতে চায় এবং এত নিচে নামে, আমার মনে হয় ওদের কোথাও একটা বড়সড় ঝামেলা আছে।’

এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে