Dr. Neem on Daraz
Victory Day

দক্ষিণ আফ্রিকাকে লজ্জা দিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২০, ১২:২০ এএম
দক্ষিণ আফ্রিকাকে লজ্জা দিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে চার টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকা হেরে গেল ১-৩ ব্যবধানে। এটা প্রোটিয়াদের জন্য লজ্জার। জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে চতুর্থ টেস্ট ইংল্যান্ড ১৯১ রানের বিরাট জয় তুলে নিয়েছে। সবশেষ সেই ১৯১৩-১৪ মৌসুমে দক্ষিণ আফ্রিকায় গিয়ে দুটির বেশি টেস্ট জিতেছিল ইংল্যান্ড। সেবার পাঁচ ম্যাচ সিরিজে ইংলিশরা জিতেছিল ৪-০তে। এই সিরিজের আগে দেশের মাটিতে সবশেষ সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। নিজেদের দেশে পিঠাপিঠি দুটি সিরিজে প্রোটিয়ারা সবশেষ হেরেছিল ১৯৪৯-৫০ মৌসুমে।

জোহানেসবার্গ টেস্ট জিতে সিরিজ ড্র করার জন্য রেকর্ড ৪৬৬ রান তাড়া করতে হতো দক্ষিণ আফ্রিকাকে৷ কিন্তু ২৭৪ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা৷ ৩৫ রান করেন অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি৷ তবে সর্বোচ্চ ৯৮ রান করেন ভ্যান ডার দুসেন৷ এছাড়া ৩৯ রান করেন কুইন্টন ডি কক৷ ৫৪ রান দিয়ে চার উইকেট তুলে নিয়ে দ্রুত প্রোটিয়া ইনিংস গুটিয়ে দেন ইংলিশ পেসার উড৷ ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন তিনি৷ এছাড়া দুটি করে উইকেট নেন বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড ৷

দুসেন ও ডু প্লেসি যখন ক্রিজে ছিলেন তখন প্রোটিয়াদের ম্যাচ বাঁচানোর আশা ছিল৷ কিন্তু দুপুরে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভাঙন ধরান ইংলিশ বোলাররা৷ প্রথমে ডু প্লেসির স্টাম্প ছিটকে দেন স্টোকস৷ এর কিছুক্ষণ পরেই ডুসেনকে ড্রেসিংরুমের রাস্তা দেখান উড৷ টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দিকে এগোছিলেন ডুসেন৷ কিন্তু উডের বলে ব্রডের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৯৮ রানে আউট হন তিনি৷ সেই সঙ্গে প্রোটিয়াদের লড়াইয়ের আশা শেষ হয়ে যায়৷ ১৩৩ বলের ইনিংসে ১৫টি চার ও দুটি ছক্কা মারেন দুসেন৷

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০০ রানের জবাবে মাত্র ১৮৩ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা৷ প্রথম ইনিংসে ২১৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ইংল্যান্ড৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে ইংলিশদের ২৪৮ রানে বেঁধে রাখেন প্রোটিয়া বোলাররা৷ কিন্তু ততক্ষণে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য হয়ে গিয়েছে রেকর্ড রানের৷ ৪৬৬ রান তাড়া করতে গিয়ে উডের সামনে ২৭৪ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।  

আগামীনিউজ/আরবি/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে