Dr. Neem on Daraz
Victory Day

ধোনির অবসর নিয়ে মুখ খুললেন কপিল


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২০, ০৫:৫৪ পিএম
ধোনির অবসর নিয়ে মুখ খুললেন কপিল

ফাইল ছবি

ঢাকা : বেশ কিছু দিন ধরেই মাঠের বাহিরে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রিয় চুক্তি থেকেও। এমন অবস্থায় এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের অবসর নিয়ে গুঞ্জন উঠেছে। সেই গুঞ্জনের মধ্যেই মুখ খুললেন সাবেক অধিনায়ক কপিল দেব। তিনি জানিয়ে দিলেন ধোনি অবসর নিলে দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে।

২০১৯ সালে ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপের পর থেকে মাঠে বাইরে রয়েছেন ধোনি। ঐ আসরের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। মাঠের বাইরে থাকায় ধোনির অবসর নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু অবসর নিয়ে ধোনি কোন মুখ খুলছেন না। 

এমনকি ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী, জাতীয় দলের নির্বাচক, অধিনায়ক-কোচ কেউই ধোনির ভবিষ্যত নিয়ে খোলাসা কওে কিছুই বলছেন না। তবে অনেকের ধারণা, আগামী আইপিএলে নিজের পারফরমেন্সের বিচার করে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন ধোনি। এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন ভারতের কোচ রবি শাস্ত্রী। তিনি বলেছিলেন, ‘আগামী আইপিএলের উপর নির্ভর করছে ধোনির ভবিষ্যত।’

তবে ধোনি যখনই অবসর নিবে, তা ভারতের ক্রিকেটের জন্য ক্ষতিকর হবে বলে জানালেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল। তিনি বলেন, ‘প্রত্যেককেই একদিন অবসর নিতে হয়। ধোনি অবসর নিলে তা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে। কারণ ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়েছে ধোনি। ভারতের ক্রিকেটে তার অবদান প্রচুর। বিশ্বকাপের পর ভারতের জার্সিতে কোন ম্যাচও খেলেনি সে। জানি না কবে আবার সে খেলবে বা অবসর নিবে।’

সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনিকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকতে হলে যে সংখ্যক ম্যাচ খেলতে হয়, তা খেলেননি ধোনি। তাই ধোনিকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি বোর্ড। তবে কেন্দ্রীয় চুক্তি নিয়ে ধোনির মত অবস্থা ভারতের দুই লিটল মাস্টার সুনীল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারের হয়েছিলো বলে জানান কপিল, ‘কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি, এতে আমি দুঃখিত। গাভাস্কার-টেন্ডুলকারেরও এমন অবস্থা হয়েছিলো।’

২০১১ ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক ছিলেন ধোনি। কপিলও ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার নেতৃত্বে ১৯৮৩ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতে ভারত।

আগামীনিউজ/জেডআই 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে