ঢাকা : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মার্কিন কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। খবরটি যখন এলো তখন ফরাসি লিগ ওয়ানে লিলের বিপক্ষে পিএসজির হয়ে খেলছিলেন নেইমার। ম্যাচে জোড়া গোল করে প্রয়াত মার্কিন বাস্কেটবল কিংবদন্তিকে শ্রদ্ধা জানান ব্রাজিলের এই মহাতারকা।
রবিবার (২৬ জানুয়ারি) রাতে জোড়া গোলের পর ডান হাতের দুই ও বাঁ হাতের চার আঙুল উঁচিয়ে ধরে উদযাপন করেন নেইমার। তিনি বোঝাতে চেয়েছেন ‘২৪’ সংখ্যাটি। এই ২৪ নম্বর জার্সি পরে খেলতেন মার্কিন বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্ট।
যিনি রবিবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় ১৩ বছরের মেয়ে জিয়ান্নাসহ নিহত হয়েছেন। তাকে শ্রদ্ধা জানাতেই এমন উদযাপন করেন নেইমার।
খেলা শেষে ব্রাজিলিয়ান সুপারস্টার বলেন, ‘হাফটাইমের সময় আমি খবরটা শুনি। শুধু বাস্কেটবল নয়, সমগ্র ক্রীড়াজগতের জন্যই এটা অতীব দুঃখের খবর। আমি তাকে চিনতাম। উদযাপনটা তার জন্যই। আশা করি পরপারে শান্তিতে থাকবেন তিনি।’
সাবেক এই বাস্কেটবল তারকার মৃত্যুতে শোকাচ্ছন্ন হয়ে পড়েছে গোটা ক্রীড়াবিশ্ব। শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব ফুটবলের দুই সেরা তারকা মেসি ও রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।
আগামীনিউজ/জেডআই/এনএনআর