Dr. Neem on Daraz
Victory Day

পিএসজি ছাড়ার বিষয়ে যা বললেন নেইমারের বাবা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ১০:২৫ এএম
পিএসজি ছাড়ার বিষয়ে যা বললেন নেইমারের বাবা

ঢাকাঃ ইউরোপিয়ান ক্লাব ফুটবলের পরবর্তী মৌসুম এখনো শুরু হয়নি। ক্লাবগুলো একে অপরের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলে সারছে প্রাক-মৌসুম প্রস্তুতি। সেই সঙ্গে দলবদলের বাজারে লড়ছে স্কোয়াড শক্তিশালী করার কাজে। তবে বেকায়দায় আছে পিএসজি। লিওনেল মেসি ইতিমধ্যেই বিদায় নিয়েছেন। কিলিয়ান এমবাপেও জানিয়েছেন, তিনিও ক্লাব ছাড়বেন আগামী মৌসুমেই। 

এসবের মাঝেই নতুন খবর, নেইমার জুনিয়রও দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন ফরাসি ক্লাবটির কাছে। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানায় এই তথ্য। তবে নেইমারের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানানোর এই খবরে নাকি বিস্মিত হয়েছে পিএসজি কর্তৃপক্ষ।

নেইমারের ক্লাব ছাড়ার খবর সামনে আসার পর মুখ খুলেছেন তার বাবা নেইমার দা সিলভা সান্তোস, যিনি একই সঙ্গে নেইমারের এজেন্টও। তিনি এই খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন।

নেইমারের পিএসজির ছাড়ার খবর নিয়ে লেকিপের ওপর ক্ষোভ প্রকাশ করে তার বাবা বলেছেন, ‘আমি এমন খবর নিশ্চিত করতে পারি না, যা ঘটেইনি। লেকিপ এখন লে’ফেইক।’

কিন্তু তাকে নিয়ে হওয়া এই প্রতিবাদ সভা নাকি স্বাভাবিকভাবে নিতে পারেননি নেইমার। যা এখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ক্লাব ছাড়ার পথে চালিত করেছে। লেকিপের এই সংবাদের পেছনেও সেই কট্টরপন্থী সর্মথকদের হাত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেইমারের বাবা সান্তোস। তিনি বলেছেন, ‘এই খবটির অন্য কোথাও থেকে এসেছে। তাদের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছি।’

এদিকে নেইমারের ফেরার গুঞ্জনে আগের মতোই অবাক হয়েছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। গণমাধ্যমের খবর বলছে, উসমান দেম্বেলের বদলে নেইমারকেও ধারে বার্সায় পাঠানোর প্রস্তাব দিয়েছিল পিএসজি। কিন্তু তাদের সেই প্রস্তাবে এবারও ‘না’ করে দেন জাভি। এখন নেইমারের পিএসজি ছাড়ার খবরের পর ফের তার নামের সঙ্গে জড়িয়ে শোনা যাচ্ছে বার্সার কথা। কিন্তু এই মুহূর্তে জাভি নাকি বড় সাইনিং চান না। তা ছাড়া দলের সমন্বয়ে নেইমারের মতো তারকার আগমন বড় কোনো প্রভাব ফেলবে কিনা, সেই আশঙ্কাও আছে।

এর আগে লেকিপ জানিয়েছিল, নেইমারের ক্লাব ছাড়ার সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে কিছুদিন আগে তার বাসার সামনে হওয়া বিক্ষোভ সমাবেশ। মে মাসের প্রথম সপ্তাহে নেইমারের পিএসজি ছাড়ার দাবিতে তার বাড়ির সামনে এই প্রতিবাদ সভাটি করেছিল পিএসজির কট্টরপন্থী ‌‘আল্ট্রাস’ সমর্থকগোষ্ঠী। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন মিউনিখের কাছে হারার পর মূলত সমর্থকদের তোপের মুখে পড়েন নেইমার।

এদিকে, নেইমারের গন্তব্যের তালিকায় শোনা যাচ্ছে চেলসির নামও। এর আগে পিএসজিতে চেলসির বর্তমান কোচ মরিসিও পচেত্তিনোর অধীন খেলেছিলেন নেইমার। কিন্তু ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ইভিনিং স্ট্যান্ডার্ড’ জানিয়েছে, নেইমারকে দলে টানার কোনো ইচ্ছে নেই পচেত্তিনোর। নেইমারের খেলার ধরন চেলসির খেলার ধরনের সঙ্গে যাবে কি  না, তা নিয়ে শঙ্কা রয়েছে পচেত্তিনোর মনে। যে কারণে এই মুহূর্তে নেইমারকে চান না এই আর্জেন্টাইন কোচ। এছাড়া আরেক ইংলিশ ক্লাব আর্সেনালও তাকে নেওয়ার ব্যাপারে শুরুর দিকে আগ্রহ দেখিয়েছিল। যদিও সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে এগিয়ে যায়নি কোনো পক্ষই। 

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে