Dr. Neem on Daraz
Victory Day

কোহলির বিরুদ্ধে ‘বিরাট’ অভিযোগ রায়নার


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ০২:৫৪ পিএম
কোহলির বিরুদ্ধে ‘বিরাট’ অভিযোগ রায়নার

ফাইল ছবি

ঢাকা: ভারতীয় দলে অনেকদিন হলো নেই সুরেশ রায়না। মহেন্দ্র সিং ধোনির শেষ সময়ের দিকে জায়গা হারান তিনি। বিরাট কোহলি যুগে ভারত প্রবেশ করার পর থেকেই রায়না দলে ব্রাত্য হয়ে পড়েন। জাতীয় দলে আর ডাক পান না। অবসরের চিন্তাও শুরু করে দিয়েছেন। 

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়না সাফ জানিয়ে দিলেন, ‘নতুন ক্রিকেটারদের পক্ষে সুযোগ পাওয়াটা ভীষণ প্রয়োজনীয়। নতুন ক্রিকেটার হিসেবে জাতীয় দলে যখন সুযোগ পাই, তখন রাহুল দ্রাবিড়ের অধীনে খেলতে পারায় আমি ভাগ্যবান ছিলাম। আমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল। তারপর ধোনির অধিনায়কত্বে খেলেছিলাম।’

সেই সঙ্গে রায়না আরো বলে গেলেন, ‘রোহিত-বিরাট শুরুতে আউট হলে মিডল অর্ডারে অনেক চাপ আসত। সেই সময়ে আমি যে স্লটে খেলতাম প্রতিটা ম্যাচই নতুন নতুন চ্যালেঞ্জের ছিল। তবে নিজের ওপরে বিশ্বাস ছিল আমার। কারণ ক্রিকেটারের পারফর্ম করার পেছনে অধিনায়কের ভূমিকা থাকে।’

তবে রাহুল দ্রাবিড় কিংবা ধোনির জমানায় নিয়মিত মুখই কোহলি-যুগে অচল। ২০১৭ সালে কোহলি ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকে পুরোপুরি বাদ পড়ে যান একসময়ের মিডল অর্ডারের স্তম্ভ। কোহলির অধিনায়কত্বে রায়না মাত্র তিনটি ওয়ানডে খেলেছেন। সেই তিন ম্যাচে একটিতে ব্যাট করার সুযোগ পাননি। বাকি দুই ম্যাচের রায়নার অবদান যথাক্রমে ৪৬ ও ১।

ভারতীয় টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে রায়না বলেছেন, ‘জাতীয় দলে মিডল অর্ডার নিয়ে যে নাটক চলছে, তা টিম ম্যানেজমেন্ট ও অধিনায়কের সাহায্যেই সমাধান করা সম্ভব। শ্রেয়াস ও ঋষভ পন্থের থেকে প্রতি ম্যাচে বড় রান আশা করা উচিত নয়। ওদেরকে আশ্বাস দিতে হবে যে পরের ম্যাচে ওরা বাদ পড়বে না।’

আগামীনিউজ/আরবি/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে