Dr. Neem on Daraz
Victory Day

হোয়াইটওয়াশ ঠেকানোর চিন্তায় মগ্ন বাংলাদেশ কোচ


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২০, ১২:৪২ পিএম
হোয়াইটওয়াশ ঠেকানোর চিন্তায় মগ্ন বাংলাদেশ কোচ

ছবি সংগৃহীত

ঢাকা : এক যুগ পর পাকিস্তান সফরে গিয়ে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে বাংলাদেশের। টানা দুই জয়ে এরই মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুড়েছে স্বাগতিকরা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাহমুদউল্লাহ, তামিমরা হোয়াইটওয়াশ এড়াতে পারবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজ দল। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

এ বিষয়ে তিনি বলেন, ‘আমি সবাইকে সুযোগ দিতে চাই। আমরা ২-০ তে সিরিজে পিছিয়ে গেছি। আমাদের তিনজন ক্রিকেটার রয়েছে যারা খেলেনি এখনো এবং তারা অবশ্যই বিবেচনায় আসবে। আমাদের আরো কিছু অপশন রয়েছে।’ 

প্রথম ম্যাচে থাকা মোহাম্মাদ মিঠুনের জায়গায় শনিবার দ্বিতীয় ম্যাচে খেলেছেন মেহেদী হাসান। তবে আগের দুই ম্যাচে ছিলেন না পেসার রুবেল হোসেন, ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত এবং অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মাহমুদ। খুব সম্ভবত আগামী ম্যাচেই তাদের দেখা যেতে পারে।

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।

আগামীনিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে