Dr. Neem on Daraz
Victory Day

অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৮:৪১ পিএম
অবশেষে এশিয়া কাপের সূচি প্রকাশ

ঢাকাঃ বিভিন্ন নাটকীয়তা এবং জটিলতা কাটিয়ে অবশেষে আসন্ন এশিয়া কাপ ক্রিকেটের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে উপমহাদেশের সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের শ্রেষ্ঠত্বের লড়াই। হাইব্রিড মডেল অনুযায়ী, স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে নেপালের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের প্রতিযোগীতা।  

পাকিস্তানে গিয়ে খেলতে ভারতের তীব্র আপত্তির কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেল অনুযায়ী আয়োজিত হবে এবারের এশিয়া কাপ। আজ ১৯ জুলাই সন্ধ্যায় এসিসি এর পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। 

সূচি অনুযায়ী পাকিস্তানের মাটিতে আয়োজিত হবে মাত্র ৪ টি ম্যাচ। ভারতের সব ম্যাচ সহ বাকি ৯ টি আয়োজিত হবে শ্রীলঙ্কায়।

প্রকাশিত সূচি অনুযায়ী বাংলাদেশ নিজেদের বি গ্রুপের বাকি দুইটি দল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। ৩১ আগষ্ট শ্রীলঙ্কার ক্যান্ডিতে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। এরপর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি হবে ৩ সেপ্টেম্বর, পাকিস্তানে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের মুখোমুখি হবে তারা। 

প্রকাশিত পুর্ণাঙ্গ সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ক্যান্ডিতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশ। গ্রুপ পর্বের খেলা শেষে দুই গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল যাবে সুপার ফোরে। এদিকে পূর্ব নির্ধারিত সূচির চেয়ে টুর্নামেন্ট একদিন এগিয়ে ৩০ আগস্ট শুরু হলেও ফাইনাল ১৭ সেপ্টেম্বরই অনুষ্ঠিত হবে। 

এবারের এশিয়া কাপে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ গ্রুপে পাকিস্তানের সঙ্গী ভারত এবং নেপাল। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে