Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০২৩, ০১:০৬ পিএম
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের সূচি প্রকাশ

ফাইল ছবি

ঢাকাঃ আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ শেষে আপাতত ব্যস্ততা নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। বিশ্বকাপের আগে এশিয়া কাপ দিয়েই আবার মাঠে ফিরবেন টাইগাররা। আর আসছে অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির মেগা ইভেন্টের পরই শুরু হবে নিউজিল্যান্ড সফর। আসছে ডিসেম্বরে কিউইদের ঘরের মাঠে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন-তাসকিনরা।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ঘরের মাঠে তাদের ২০২৩-২৪ মৌসুমের জন্য একটি সূচি প্রকাশ করেছে। এ সূচি অনুযায়ী ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে বাংলাদেশকে আতিথেয়তা দেবে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। সিরিজটি সামনে রেখে এবার সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। যার প্রথমটি ১৭ ডিসেম্বর ডানেডিনে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।

বাংলাদেশের সঙ্গে সফরসূচি ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। বাংলাদেশের সাথে সিরিজের পরেই টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা। 

এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সূচি

১ম ওয়ানডে: ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন

২য় ওয়ানডে: ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন

৩য় ওয়ানডে: ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার

১ম টি-টোয়েন্টি: ২৭ ডিসেম্বর, ভেন্য: নেপিয়ার

২য় টি-টোয়েন্ট: ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

৩য় টি-টোয়েন্টি: ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে