ঢাকাঃ বাংলাদেশে ক্রিকেটে একটা সময় যখন ওপেনিংয়ে ভরসার কোনো নাম ছিল না। তামিমই দেখিয়েছিলেন সেই আশার আলো। ক্যারিয়ারের শুরুতেই সাবলীলভাবে আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরানোর কাজটা করতেন । এরপর তার ১৬ বছরের ওপেনিং ক্যারিয়ারে অনেক সঙ্গী এসেছেন গেছেন কিন্তু ঢাল হয়ে টাইগারদের ভরসা ছিলেন তিনি। বর্তমান সময়ে তামিমের সঙ্গী হিসেবে লিটন দাস নিজেকে প্রতিষ্ঠিত করলেও তামিমের বিকল্প এখনও তৈরি হয়নি।
তবে এই তারকাই বোর্ডের প্রতি চরম অভিমানে! বৃহস্পতিবার চট্টগ্রামের স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে অবসরের ঘোষণা দেন। এদিকে তার বিদায়ের ঘোষণার পর আজ রাতে আবেগঘন বার্তা দিয়েছেন দেশ সেরা ওপেনারের দীর্ঘদিনের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকর রহিম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জানানো প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম বলেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি। ’
এদিকে গতকাল রাতেই পবিত্র হজ পালন করে দেশে ফিরেছেন ক্রিকেট দলের আরেক ভরসার প্রতীক মাহমুদুল্লাহ। রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘সব অবসরের সিদ্ধান্তই দুঃখজনক। আর তামিমের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক। এতবছর ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অজস্র স্মৃতি আছে আমাদের একত্রে। বাংলাদেশ ক্রিকেটে তাঁর রয়েছে অসামান্য অবদান। তাঁর ভবিষ্যতের জন্য রইলো অনেক অনেক শুভকামনা। ’
এমআইসি