ঢাকাঃ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০০৯ সালে। এরপর কেটে গিয়েছে ১৪টি বছর। অবশেষে গতকাল (২৮ জুন) ঈদুল আজহার আগের দিন বাংলাদেশের ফুটবলে সেই আক্ষেপ মোচন করেছে জামাল ভূঁইয়ারা। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। বাংলাদেশের এমন জয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।
২০০৩ সালে বাংলাদেশ সাফের চ্যাম্পিয়ন হয়েছিল। প্রায় দুই দশক পর আবারো শিরোপার হাতছানি টাইগারদের সামনে। ২০১১, ২০১৩, ২০১৫ , ২০১৮ সালে সাফের গ্রুপ থেকেই বিদায়। ২০২১ সালে সর্বশেষ সাফে গ্রুপভিত্তিক খেলা হয়নি। পাঁচ দল নিয়ে রবিন লিগ ভিত্তিতে খেলা শেষে শীর্ষ দুটি দল ওঠে ফাইনালে। বাংলাদেশ পাঁচ দলের টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল।
অবশেষে দীর্ঘ ১৪ বছরের আক্ষেপ মোচন করে সেমিফাইনালে উঠেছে জামাল ভূঁইয়ারা। বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, আমাদের সভাপতি বাংলাদেশ দল সেমিফাইনালে উত্তীর্ণ হওয়ার জন্য ৫০ লাখ টাকা এবং ফাইনালে উঠতে পারলে আরও ৫০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছেন।
এই ঘোষণা জামাল ভূঁইয়াদের সেমিফাইনালে ভালো খেলতে আরও বেশি অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস বাফুফের শীর্ষ কর্তাদের।
বুইউ