Dr. Neem on Daraz
Victory Day

মালদ্বীপের বিপক্ষে জয়কে ‌‘গ্রেট অর্জন’ বলছেন কোচ


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৫, ২০২৩, ০৯:০৩ পিএম
মালদ্বীপের বিপক্ষে জয়কে ‌‘গ্রেট অর্জন’ বলছেন কোচ

সংগৃহীত ছবি

ঢাকাঃ বাংলাদেশ জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আজকের ম্যাচ নিয়ে অনেক চাপে ছিলেন। এর মধ্যে ১৭ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সেই সমতা আনতে অপেক্ষা করতে হয়েছে ৪২ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩-১ গোলে জেতায় একটু তৃপ্ত জামালদের কোচ। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, 'প্রথম গোলটা হজম করার পর ম্যাচটা কঠিন হয়ে পড়েছিল। তবে আমার ছেলেরা দারুণ খেলেছে ম্যাচে ফেরার জন্য। তাদের উপর আস্থা রেখেছি।’ সামগ্রিক পারফরম্যান্স ও স্কোরলাইনকে বিশ্লেষণ করলেন এভাবে, ‘গ্রেট অর্জন। আমাদেরকে অবশ্যই ম্যাচটা জয় করতে হতো। ছেলেরা দারুণ খেলেছে।’


কোচের সঙ্গেই সুর মিলিয়ে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ বলেন, 'আমরা সেই চাপ সামলেই খেলতে পেরেছি। দারুণ একটা ম্যাচ জয় করলাম। সত্যিই খুব ভালো লাগছে।’ 

মালদ্বীপকে হারিয়েই তৃপ্ত হতে চান না হ্যাভিয়ের। তার দৃষ্টি এখন ভূটান ম্যাচে, 'এখনই আমরা নিশ্চিন্ত হতে পারি না। আমাদেরকে পরের ম্যাচটাও জিততে হবে।’ দক্ষিণ এশিয়ায় ফুটবলে সবচেয়ে দুর্বল দল ভূটান হলেও খাটো করে দেখছেন না বাংলাদেশের কোচ, 'ভুটান দারুণ খেলেছে মালদ্বীপের বিপক্ষে। তারা অনেক শক্তিশালী দল।’ বাংলাদেশের কোচ আশাবাদী সেমিফাইনাল নিয়ে, 'এবার আশা করি সেমিফাইনাল নিশ্চিত করা যাবে। আমাদের আরও একটা ফাইনাল আছে-ভুটানের বিপক্ষে।’ 


এমআইসি

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে