Dr. Neem on Daraz
Victory Day

মেসি-পেসেলার গোলে আর্জেন্টিনার সহজ জয়


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৯:৩৯ পিএম
মেসি-পেসেলার গোলে আর্জেন্টিনার সহজ জয়

ঢাকাঃ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর এশিয়া সফর। প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সকারুদের সহজেই হারিয়েছে লিওনেল মেসির দল। জিতেছে ২-০ গোলে।

এদিন (১৫ জুন) সন্ধ্যা হতেই আর্জেন্টিনার জার্সি পরা চীনা দর্শকে ভরে ওঠে বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়া। এরপর বাঁশি বাজার কিছুক্ষণ পরই এনজো ফার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন মেসি। তখন ম্যাচের বয়স মাত্র ১ মিনিট ২০ সেকেন্ড। যা আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল। একইসঙ্গে ৩৬ বছরে পা দিতে যাওয়া মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল এটি।

ম্যাচের ৫ম মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু ম্যাক অ্যালিস্টারের শট চলে যায় পোস্টের ওপর দিয়ে। এরপর অবশ্য সমতায় ফেরার সুযোগ ছিল অস্ট্রেলিয়ারও। ২৮ মিনিটে তাদের নেওয়া শট হাত দিয়ে ঠেকান এমিলিয়ানো মার্টিনেজ। তবে এরপরও বল গিয়ে গোলবারে লেগে ফিরে আসে।

পরবর্তীতে আরও একটি বড় সুযোগ পায় অস্ট্রেলিয়া। প্রথমার্ধের মাঝমাঝি সময়ে তাদের শট ডি বক্সের ভেতর আর্জেন্টাইন এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে হাওয়ায় ভেসে শট নিয়ে তখন দলকে বিপদমুক্ত করেন ক্রিস্টিয়ান রোমেরো। এরপর দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ শাণাতে থাকে। তবে গোলের দেখা পাচ্ছিল না কেউ। শেষমেষ ১-০ ব্যবধানেই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনা ডিফেন্ডার নিকোলাস ওটামেন্দিকে। তার পরিবর্তে মাঠে নামেন তাদের হয়ে দ্বিতীয় গোল পাওয়া পাজেলা। এরপর ৪৮তম মিনিটে ডি মারিয়া অস্ট্রেলিয়ার গোলের লক্ষ্য জোরালো শট নেন। কিন্তু ম্যাচজুড়ে কয়েকটি ভালো সেইভ দেওয়া অজি গোলরক্ষক ম্যাট রায়ান এবারও বাধা হয়ে দাঁড়ান। এরপর অস্ট্রেলিয়া পরপর দুটি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি।

গোল শোধ করা তো দূরে থাক, উল্টো আরেকবার পিছিয়ে পড়ে ক্যাঙ্গারু বাহিনী। ৬৮ মিনিটে রদ্রিগো ডি পলের সঙ্গে ওয়ান-ওয়ান পাস খেলেন মেসি। ফিরতি বল পেয়ে ডি পল উড়িয়ে মারেন অস্ট্রেলিয়ার গোলপোস্টের সামনে। উড়ন্ত বলে হেড করেন জার্মান পাজেলা, ডান প্রান্ত দিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে সেটি অনায়াসে জালে পৌঁছে যায়।

সেই গোলেই ২-০ ব্যবধানে জয় নিশ্চিত হয়ে যায় বিশ্বচ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার গোল করার চেষ্টা অব্যাহত ছিল। এদিন আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তরুণ প্রতিভাবান আলেজান্দ্রো গার্নাচোর। আগামী ১৯ জুন পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

বুইউ

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে