Dr. Neem on Daraz
Victory Day

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আম্পায়ার যারা


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ০১:০৬ পিএম
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে আম্পায়ার যারা

ছবি সংগৃহীত

ঢাকা : দফায় দফায় বিবৃতি পাল্টা বিবৃতি আর মেসেজ চালাচালিতে কাজ হয়নি। শেষ অবধি আইসিসির মধ্যস্থতায় তিন ধাপে বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে। ২৪ জানুয়ারি সিরিজের প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে আজ বুধবার (২২ জানুয়ারি) রাতেই দেশ ছাড়ছে লাল-সবুজ দল। তার আগেই ম্যাচ অফিশিয়াল ও আম্পায়ারদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচেই আইসিসির অফিশিয়াল ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে। এর মধ্যে দিয়ে টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি হিসাবে অভিষেক ঘটবে এই শ্রীলঙ্কানের। ১৯৯৩ সালে ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হয়েছিল রঞ্জন মাদুগালের। তবে সেটি ছিল টেস্ট ও ওয়ানডেতে।

এদিকে সিরিজের সব ম্যাচে আম্পায়ারদের দায়িত্বে থাকবেন পাকিস্তানের আম্পায়াররাই। তবে আলোচিত আম্পায়ার আলিম দারকে রাখা হয়নি। লাহোরে সিরিজের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আহসান রাজা ও শোজাব রাজা। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহমেদ শাহাব। তারিজ রশিদ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

ম্যাচ পরিচালকদের তালিকায় পরিবর্তন আসবে না পরের দুটি ম্যাচেও। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন আহসান রাজা ও শোজাব রাজা, তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহমেদ শাহাব এবং তারিজ রশিদ চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন।

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে