Dr. Neem on Daraz
Victory Day

অল্পের জন্য বেঁচে গেলেন রোমেরো


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২০, ১১:২৮ এএম
অল্পের জন্য বেঁচে গেলেন রোমেরো

ঢাকা : ভয়ংকর এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন তিনি। গাড়ি গিয়ে আঘাত করে রাস্তার পাশে থাকা বেষ্টনীতে। আর এতেই গাড়ির একাংশ ভেঙে চুরমার হয়ে যায়। এই দুর্ঘটনাটি ঘটে গত সোমবার। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডে যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়েন রোমেরো।

তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল থাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। পরে এটি আঘাত হানে রাস্তার পাশের বেষ্টনীতে। তবে রোমেরোর কোনো ক্ষতি হয়নি। তার ভেঙে যাওয়া গাড়ি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

পরে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে যে রোমেরোর কোনো ক্ষতি হয়নি। এমনকি বুধবার বার্নলির বিপক্ষে নামার আগে দলের সঙ্গে অনুশীলনও করেছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে খেলছেন রোমেরো। সেখানে প্রথম গোলরক্ষক রয়েছেন ডি গেয়া।

আগামীনিউজ/আরবি/এমআর/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে