Dr. Neem on Daraz
Victory Day

নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০৬:৪৩ পিএম
নারী হ্যান্ডবলে চ্যাম্পিয়ন আনসার

ছবি সংগৃহীত

ঢাকা : বঙ্গবন্ধু ৩০তম জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ আনসার। মঙ্গলবার (২১ জানুয়ারি) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিজেএমসিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।

এদিন বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজেএমসিকে ৩৩-২৫ গোলে হারায় বাংলাদেশ আনসার। প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়ে ছিল আনসার দল। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ১১টি গোল করেন খাদিজা। তবে সেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতেছেন আনসারের আলপনা আক্তার।  

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক লিমিটেডের হেড কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড ব্র্যান্ডিং ডিভিশনের সহ-সভাপতি সঞ্জীবচ্যাটার্জি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল। ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এ সময় উপস্থিত ছিলেন।  

আগামীনিউজ/জেডআই 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে