Dr. Neem on Daraz
Victory Day

রোমাঞ্চকর ম্যাচে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২০, ০২:২৪ পিএম
রোমাঞ্চকর ম্যাচে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশের মেয়েরা

ছবি সংগৃহীত

ঢাকা : আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলতে ভারত সফর করছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। সেখানে প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছিল লাল-সবুজ দলের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছে তারা।

বিহারের পাঠনায় টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় থাইল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১২০ রান করে থাইল্যান্ড নারী দিল। থাইদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন চানতাম। বাংলাদেশের হয়ে ১ উইকেট নেন জাহানারা।

১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার ফারজানাকে হারায় বাংলাদেশ। তবে আরেক ওপেনার শামিমা সুলতানার ব্যাট থেকে আসে ৩৮ রান। ম্যাচের শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। ফাহিমার সংগ্রামী ব্যাটে শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় বাংলাদেশ। ফাহিমা ২৮ রান করে অপরাজিত থাকেন।

আগামী নিউজ/জেডআই/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে