ছবি সংগৃহীত
ঢাকা : দুই বছর পর কোর্টে ফিরেই বাজিমাত করলেন ‘সুপার মম’ সানিয়া মির্জা। ইউক্রেনের তারকা নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট জিতে নিলেন ভারতীয় টেনিস সেনসেশন।
১ ঘন্টা ২১ মিনিটের লড়াইয়ে সরাসরি সেটে হারালেন প্রতিপক্ষ চিনা জুটিকে। ফাইনালে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই সুয়াই পেং ও সুয়াই ঝ্যাং জুটির বিপক্ষে ৬-৪, ৬-৪ সেটে জিতলেন পঞ্চম বাছাই সানিয়া- নাদিয়া জুটি। স্বাভাবিকভাবেই এই শিরোপা জিতে সানিয়া জানান দিলেন ডাবলসে টেনিস কোর্টকে এখনও কিছু দেওয়ার রয়েছে তাঁর। চ্যাম্পিয়ন হওয়ার পরে সানিয়া বলেন, ‘এর থেকে ভাল প্রত্যাবর্তন আর হতে পারে না।’
সানিয়ার ৪২তম ডব্লুটিএ খেতাব জয় ছেলে ইজহানের জন্য হয়ে উঠল বিশেষ মুহুর্ত। গ্যালারিতে বসে মায়ের জয়ের দৃশ্য দেখল ছোট্ট ইজহান মির্জা মালিক। প্রথম সেটে একটা সময় অবধি সানিয়া-নাদিয়ার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলে চিনা জুটির। ৪-৪ অবস্থায় মেজর ব্রেক পেয়ে ৫-৪ এগিয়ে যান সানিয়ারা, একইসঙ্গে সার্ভিস নিজেদের দখলে নিয়ে নেন তাঁরা। সার্ভিস থেকে সেট জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি ইন্দো-ইউক্রেনিয়ান জুটি। ৬-৪ প্রথম সেট নিজেদের দখলে নিয়ে নেন তাঁরা।
হায়দরাবাদি কন্যার ৪২তম ডব্লিউটিএ ডাবলস ট্রফি জয় এটি। ২০০৭ সালে বেথানি মাটেক-স্যান্ডস-এর সঙ্গে জুটি বেঁধে সানিয়া জিতেছিলেন ব্রিসবেন ইন্টারন্যাশনাল ট্রফি। তার পরে এ বার হোবার্টে ডব্লিউটিএ খেতাব জিতলেন তিনি। ২০১৮ ও ২০১৯ সালে ডব্লিউটিএ সার্কিটে নামেননি সানিয়া। এগিয়ে আসছে এ বারের অস্ট্রেলিয়ান ওপেন। তার আগে হোবার্টে গা ঘামিয়ে নিলেন সানিয়া। চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন তিনি।
আগামী নিউজ/জেডআই