Dr. Neem on Daraz
Victory Day

বিপিএলের ফাইনালে থাকছেন সিএ প্রধান


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২০, ০২:২৬ পিএম
বিপিএলের ফাইনালে থাকছেন সিএ প্রধান

ঢাকা : গেলবার বিপিএলের ফাইনালে প্রধান অতিথি হয়ে এসেছিলেন আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর। শুক্রবার (১৭ জানুয়ারি) বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালেও বড় মাপের একজন ব্যক্তিত্ব উপস্থিত থাকছেন। তিনি ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী কেভিন রবার্টস। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীই দেশটির ক্রিকেটে সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কেভিনকে আমন্ত্রণ জানিয়েছিল মার্চে মুজিববর্ষ উপলক্ষে অনুষ্ঠেয় এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ দেখতে। কিন্তু সে সময় তিনি ব্যস্ত থাকবেন বলে বিপিএলের ফাইনালে এলেন। এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘তিনি (কেভিন রবার্টস) বলেছিলেন, ওই সময়ে ভারতে থাকবেন। তাই যদি আসেন  তাহলে বিপিএলের ফাইনালে আসতে পারবেন। আমরা তাতে সম্মতি দিয়েছি।’

বিপিএলের ফাইনাল দেখতে কেভিনের মতো এসেছেন ক্রিকেট শ্রীলঙ্কার সহসভাপতি রবিন বিক্রমারত্নে। রবিন কদিন ধরে ঢাকাতেই অবস্থান করছেন। দুই ক্রিকেট বোর্ড কর্মকর্তার সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে আলোচনা হবে কি না এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এসব আসলে অনানুষ্ঠানিক আমন্ত্রণ। আমাদের টুর্নামেন্ট কেমন হয়, সেটি দেখাতেই আসলে তাদের দাওয়াত দেয়া।’

আগামীনিউজ/ আরবি/হাসি/এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে