Dr. Neem on Daraz
Victory Day

দুবাইয়ে চূড়ান্ত হবে বাংলাদেশের পাকিস্তান সফর?


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ০৬:১০ পিএম
দুবাইয়ে চূড়ান্ত হবে বাংলাদেশের পাকিস্তান সফর?

ফাইল ছবি

ঢাকা : বোর্ড সভা শেষে রবিবারই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন পাকিস্তান সফর নিয়ে আগের সিদ্ধান্তে অটল তারা। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আবারও আলোচনায় একই ইস্যু। বিষয়টি নিয়ে দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে ফের আলোচনায় বসবে বিসিবি ও পিসিবির দুই প্রধান।  

বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, মধ্যেপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা বিবেচনায় নিয়ে পাকিস্তান সফর সংক্ষিপ্ত করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার। তাই তারা শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায়।

সোমবার প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, সফর নিয়ে এ সপ্তাহে দুবাইয়ে বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক করবেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। দুবাইয়ে আইসিসি সভার ফাঁকে কথা বলবেন তারা। এরপরই পিসিবি এ ব্যাপারে তাদের পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

আইসিসি বোর্ড সভায় যোগ দিতে আজই (সোমবার) দুবাই যাওয়ার কথা বিসিবি সভাপতির। পাকিস্তান সফর নিয়ে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহরের সাথে আলোচনা হতে পারে এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন নাজমুল হাসান।

গতকাল তিনি বলেন, ‘আমি কাল (সোমবার) দুবাই যাচ্ছি। সেখানে আইসিসি সভাপতি শশাঙ্ক মনোহর আছেন। উনি আমাকে বলেছেন ওই সময়টায় তার সঙ্গে যেন দেখা করি। পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা হতে পারে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ যদি আমরা না খেলি, কী হতে পারে, সেই বিষয়ে অবশ্যই জানা যাবে।’

আগামী নিউজ/জেডআই

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে