Dr. Neem on Daraz
Victory Day

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, রেকর্ড গড়লেন বিজয়


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২২, ০২:৫১ পিএম
তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, রেকর্ড গড়লেন বিজয়

ঢাকাঃ প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারের স্তম্ভ বনে গেছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমের প্রতি ম্যাচেই নিজ ব্যাটে ছোটাচ্ছেন রানের ফোয়ারা। আজ বুধবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ৪ রানের আক্ষেপে পুড়ে ৯৬ রানে আউট হয়েছেন এই ওপেনার। তবে তাতেই গড়েছেন আরো এক রেকর্ড। সঙ্গে প্রাইম ব্যাংকের আরেক ওপেনার তামিম ইকবালও বেশ ছন্দে আছেন। গত ম্যাচের পর আজও সেঞ্চুরি করেছেন।

দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডিপিএলের লিগ পর্বের ম্যাচগুলো খেলা হয়নি তামিমের। সুপার লিগে নেমে নিজের প্রথম ম্যাচে আউট হয়ে যান মাত্র ৮ রান করে। এরপরই ঘুরে দাড়ান তামিম। শেখ জামালের বিপক্ষে ৯০, পরের ম্যাচে হাঁকান সেঞ্চুরি। আজ গাজী গ্রুপের বিপক্ষে আবারও শতক পেয়েছেন তামিম।

বিকেএসপির তিন নম্বর মাঠে তখন চলছে ৩০তম ওভারের খেলা। আরাফাত সানির বলে সিঙ্গেল নিয়ে তামিম পেয়ে যান সেঞ্চুরি। লিস্ট এ ক্যারিয়ারের ২১তম শতকে ছিল ৯ চার ও ৩ ছক্কার মার। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে করেন ১৩৭ রানে।

এদিকে রেকর্ড গড়ার সাধ কিছুতেই মিটছে না বিজয়ের। ডিপিএলের এক আসরে সবচেয়ে বেশি অর্থাৎ ৯টি হাফ-সেঞ্চুরির রেকর্ড এখন বিজয়ের। এর আগে এই রেকর্ড ছিল নাঈম ইসলাম (৮) আর রকিবুল হাসানের (৮) দখলে।

এর আগে সাইফ হাসানের ৮১৪ রানে পেরিয়ে সর্বোচ্চ রানের মালিক বনে গিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর এক মৌসুমে ছুঁয়েছেন ১ হাজার রানের গণ্ডি, যা বাংলাদেশ তো বটেই, পুরো বিশ্বেই প্রথম। 

এমএম

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে