Dr. Neem on Daraz
Victory Day

দুই দশক পর মাঠে ফিরছে স্কুল ব্যাডমিন্টন


আগামী নিউজ | ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২০, ১২:২৪ পিএম
দুই দশক পর মাঠে ফিরছে স্কুল ব্যাডমিন্টন

ছবি সংগৃহীত

ঢাকা : ফেডারেশন নয়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নামের একটি সংগঠনের উদ্যোগে দুই দশক পর আবারো মাঠে ফিরছে স্কুল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। মুজিববর্ষ সামনে রেখে দেশের ৬০টি স্কুলের প্রায় দুই শতাধিক শাটলার নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে শেখ রাসেল জাতীয় স্কুল (অনূর্ধ্ব-১৪) ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্টের শিরোপা জন্য লড়াই করবে খুদে শাটলাররা।

টুর্নামেন্ট কমিটির সচিব ওয়াহিদুজ্জামান রাজু জানান, ‘তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে খেলতে ঢাকার বাইরের অনেকগুলো স্কুল এন্ট্রি করেছে। আশার চেয়ে বেশি সাড়া পেয়েছি। ফেডারেশন থেকে আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। এছাড়াও কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। আশা করি পেয়ে যাব। স্পন্সর না পেলেও আমরা আমাদের এ টুর্নামেন্ট শেষ করব।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য এ আসর থেকে প্রতিভাবান শাটলার খুঁজে বের করা। আমাদের নিজস্ব কোচদের মাধ্যমে এখান থেকে ২০ জন খুদে শাটলারকে বাছাই করব। বাছাইদের নিয়ে স্কুল বন্ধকালীন সময়ে বছরে তিন মাস ক্যাম্প করব। এখান থেকে যদি একজন শাটলারও বের করে আনতে পারি, তাহলে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হবে।’

ব্যাডমিন্টন ফেডারেশনের সিইও মশিউর রহমান বলেন, ‘আমরা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি। আর আর্থিকভাবে কোনো সহযোগিতা করা যায় কি না- সেটা নিয়ে আলোচনা করব।’ 

অগামী নিউজ/জেডআই /এনএনআর

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে