ঢাকাঃ গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনের পর প্রথম বোর্ড সভায় পুনরায় সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন। তবে আগের মেয়াদে যারা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন, তারাই ধরে রাখেন নিজ নিজ বিভাগের চেয়ার। নির্বাচনের আড়াই মাস পার হয়ে গেলেও কার্যনির্বাহী কমিটি চূড়ান্ত ছিল না এতদিন। অবশেষে শুক্রবার সন্ধ্যায় স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেছে বিসিবি। স্থায়ী কমিটিতে ব্যাপক রদবদল এসেছে।
কমিটিতে দেখা গেছে, বেশ কয়েকজন পরিচালক কোনও কমিটির চেয়ারম্যান হওয়ার সঙ্গে অন্য আরেকটি কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও আছেন। এর মধ্যে পাঁচ কমিটিতে নতুন মুখ হিসেবে এসেছেন প্রথমবারের মতো বিসিবির পরিচালক হওয়া পাঁচজন। তারা হলেন- তানভীর আহমেদ টিটু, ইফতেখার আহমেদ মিঠু, ওবায়েদ নিজাম সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা। এছাড়া বেশ কয়েকটি পদে পরিবর্তন আনা হয়েছে।
বিসিবির পরিচালক ও সাবেক ক্রিকেটার জালাল ইউনুস রয়েছেন সব থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেট পরিচালনা কমিটিতে। ২০ বছর তিনি মিডিয়া কমিটির দায়িত্বে ছিলেন। জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন এবারও গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পালন করবেন। অন্যদিকে আকরাম খানকে দেওয়া হয়েছে ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট ও ফিজিক্যালি চ্যালেঞ্জড কমিটির দায়িত্ব।
কয়েক বছর ধরেই গ্রাউন্ডস কমিটির দায়িত্ব পালন করে আসছেন মাহবুব আনাম। এবারও তিনি এই কমিটির চেয়ারম্যান। আগের মতো হাই পারফরম্যান্স ইউনিটের দায়িত্ব দেওয়া হয়েছে নাঈমুর রহমান দুর্জয়কেই।
কাজী ইনাম আহমেদ আগেরবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান ছিলেন। এবার তিনি নতুন কমিটি হিসেবে দাঁড় করানো ‘বাংলা টাইগার্সের’ দায়িত্ব পেয়েছেন। সিসিডিএম কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে নতুন নির্বাচিত হয়ে আসা মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরীকে।
আগের বারের মতো মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে রয়েছেন শেখ সোহেল। আম্পায়ার্স কমিটিতে ছিলেন সাইফুল আলম চৌধুরী স্বপন। এবার দায়িত্ব পালন করবেন ইফতেখার রহমান মিঠু।
গতবারের মতো এবারও ওয়ার্কিং কমিটির দায়িত্বে এনায়েত হোসেন সিরাজ রয়েছেন। বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটিতে চেয়ারম্যান হয়ে এসেছেন ওবায়েদ নিজাম। মিডিয়া কমিটিতে তানভীর আহমেদ টিটু এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি।
কে কোন দায়িত্বে
ওয়ার্কিং কমিটি: এনায়েত হোসেন সিরাজ-চেয়ারম্যান
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স কমিটি: তানভীর আহমেদ টিটু-চেয়ারম্যান, জালাল ইউনুস-ভাইস চেয়ারম্যান
গেম ডেভেলপমেন্ট কমিটি: খালেদ মাহমুদ সুজন-চেয়ারম্যান, ফাহিম সিনহা-ভাইস চেয়ারম্যান
হাই পারফরম্যান্স: নাঈমুর রহমান দুর্জয়-চেয়ারম্যান, আকরাম খান- ভাইস চেয়ারম্যান
টুর্নামেন্ট কমিটি: আহমেদ সাজ্জাদুল আলম ববি-চেয়ারম্যান, খালেদ মাহমুদ সুজন-ভাইস চেয়ারম্যান
গ্রাউন্ডস কমিটি- মাহবুব আনাম-চেয়ারম্যান, শফিউল আলম স্বপন চৌধুরী-ভাইস চেয়ারম্যান
ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটি: আকরাম খান-চেয়ারম্যান, নাঈমুর রহমান দুর্জয়-ভাইস চেয়ারম্যান
ফিজিক্যালি চ্যালেঞ্জড: আকরাম খান-চেয়ারম্যান, আলমগীর খান-ভাইস চেয়ারম্যান
ক্রিকেট অপারেশন্স কমিটি: জালাল ইউনুস-চেয়ারম্যান, খালেদ মাহমুদ সুজন-ভাইস চেয়ারম্যান
বয়সভিত্তিক গ্রুপ টুর্নামেন্ট কমিটি: ওবায়েদ নিজাম-চেয়ারম্যান, তানভীর আহমেদ টিটু-ভাইস চেয়ারম্যান
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু-চেয়ারম্যান, নাজিব আহমেদ-ভাইস চেয়ারম্যান
সিসিডিএম: মোহাম্মদ সালাহউদ্দিন চৌধুরী-চেয়ারম্যান
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: শেখ সোহেল-চেয়ারম্যান, ইসমাইল হায়দার মল্লিক-ভাইস চেয়ারম্যান
বিপিএল গভর্নিং কাউন্সিল: শেখ সোহেল-চেয়ারম্যান, ইসমাইল হায়দার মল্লিক-সদস্য সচিব
বাংলা টাইগার্স: কাজী ইনাম আহমেদ-চেয়ারম্যান, ওবায়েদ নিজাম-ভাইস চেয়ারম্যান
লজিস্টিক প্রোটকল কমিটি: ফাহিম সিনহা-চেয়ারম্যান, মানজুর আলম-ভাইস চেয়ারম্যান
উইমেন্স উইং: শফিউল আলম চৌধুরী নাদেল-চেয়ারম্যান, নাজিব আহমেদ-ভাইস চেয়ারম্যান
অডিট কমিটি: গাজী গোলাম মোর্তজা-চেয়ারম্যান, ইফতেখার রহমান-ভাইস চেয়ারম্যান
টেন্ডার অ্যান্ড পারচেজ কমিটি: অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম-চেয়ারম্যান, শফিউল আলম স্বপন চৌধুরী-ভাইস চেয়ারম্যান
মেডিকেল কমিটি: মানজুর আলম-চেয়ারম্যান, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম-ভাইস চেয়ারম্যান
সিকিউরিটি কমিটি: মানজুর কাদের-চেয়ারম্যান, নাজিব আহমেদ-ভাইস চেয়ারম্যান
ফিন্যান্স কমিটি: ইসমাইল হায়দার মল্লিক-চেয়ারম্যান, আলমগীর খান-ভাইস চেয়ারম্যান
ডিসিপ্লিনারি কমিটি: আ জ ম নাসির উদ্দিন-চেয়ারম্যান, শেখ সোহেল-ভাইস চেয়ারম্যান
আগামীনিউজ/বুরহান