Dr. Neem on Daraz
Victory Day

এবার আর্জেন্টিনার কোচের দায়িত্বে মাসচেরানো


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২১, ১০:১৯ এএম
এবার আর্জেন্টিনার কোচের দায়িত্বে মাসচেরানো

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছেন গত বছর। বার্সেলোনা ও লিভারপুলের সাবেক তারকা জাভিয়ের মাসচেরানো কোচিং পেশায় যুক্ত হতে যাচ্ছেন।জানুয়ারিতে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব নিবেন।

আর্জেন্টিনার হয়ে ১৪৭ ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী মাসচেরানো স্থলাভিষিক্ত হবেন ফার্নান্দো বাতিস্তার। আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক কোচ হোসে পেকারম্যান ভেনেজুয়েলার দায়িত্ব নিচ্ছেন। তার সহকারী হিসেবে যাচ্ছেন বাতিস্তা। এ কারণে বাতিস্তার রেখে যাওয়া ফাঁকা চেয়ারে বসছেন মাচেরানো।  

আর্জেন্টিনার সাবেক এই অধিনায়ক ২০২০ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নেন। বার্সেলোনার হয়ে তিনি আট বছরে পাঁচটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেন।

২০০৩ সালে রিভার প্লেটের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল মাসচেরানোর। ২০০৫ সালে তিনি যোগ দেন করিন্থিয়ান্সে। সেখান থেকে ২০০৬ সালে যোগ দেন ওয়েস্টহ্যাম ইউনাইটেডে। পরের বছরই তাকে দলে ভেড়ায় লিভারপুর। ২০১০ সালে লিভারপুল থেকে বার্সেলোনায় আসেন আর্জেন্টনাই তারকা। সেখানে ৮ বছর খেলার পর ২০১৮ সালে যোগ দেন হেবেই চায়না ফর্চুনে। সেখান থেকে ২০১৯ সালে যান এস্তাদুনিয়ান্তেসে। সেখানে খেলাকালিন পেশাদার ফুটবল থেকে অবসর নেন।

অবশেষে ভিন্ন দায়িত্ব নিয়ে তিনি আবার ফিরতে যাচ্ছেন মাঠে।

আগামীনিউজ/নাসির 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে