Dr. Neem on Daraz
Victory Day

সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামছে বাংলাদেশ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১০:০০ এএম
সিরিজে সমতা ফেরাতে আজ মাঠে নামছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ কয়েক জন সিনিয়র ক্রিকেটার না থাকলেও চট্টগ্রাম টেস্টে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছে বাংলাদেশ দল। মূলত ব্যাটিংয়ে টপ অর্ডারের ব্যর্থতায় ম্যাচের লাগাম হারিয়েছিল মুমিনুল হকের দল। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে নিজেদের ভুলের সংখ্যা কমিয়ে আনতে চায় স্বাগতিকরা।

সাকিব আল হাসান ফেরায় দলের আত্মবিশ্বাসের ভিতও পোক্ত হয়েছে। ব্যাটে-বলে তার দাপট এগিয়ে দিবে দলকে এমন আশাই সবার। তবে দলগতভাবে দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ে রানের ছন্দ ফেরানোই বাংলাদেশের মূল টার্গেট। তাতেই পাকিস্তানের বিপক্ষে লড়াইটা আরও জমে উঠতে পারে। সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। চট্টগ্রামে হেরে ১-০ তে পিছিয়ে পড়া বাংলাদেশ সিরিজে সমতা ফেরাতে মরিয়া। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সকাল ১০টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট।

সাকিব-তাসকিন দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে। যদিও আজ একাদশে তাসকিনের থাকার সম্ভাবনা কম। সাকিবের উপস্থিতিতেই চাঙ্গা বাংলাদেশ শিবির। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেছেন, ‘উনি (সাকিব) আসলে ক্যাপ্টেন হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম কম্বিনেশনে তার থাকাটা আমাদের জন্য ভালো ইতিবাচক দিক।’

চিরচেনা মিরপুরে তাই জয়ের ছবিও আঁকছেন অধিনায়ক। মুমিনুল বলেছেন, ‘আমরা যদি একটা ভালো শুরু করি তাহলে ভালো। আর সবাই জানে আমাদের শক্তির জায়গা হলো ব্যাটিং। ব্যাটিং শক্তিতে আমরা যদি ছয় সেশন ব্যাট করতে পারি তাহলে গেমে ফিরতে পারব। কেউ তো ম্যাচ হারার জন্য নামে না। জেতার জন্যই নামে।’

মিরপুরে সব সময় ম্যাচের ফলাফল আসে। বৃষ্টি ছাড়া এই মাঠে ড্র হওয়ার নজির নেই। তাই বাবর আজমের দলকে দমিয়ে রাখতে হলে ব্যাটে-বলে নিজেদের সেরাটাই দিতে হবে বাংলাদেশকে। ব্যাটিং নির্ভর উইকেটে একাদশে সাকিবের ফেরাটা নিশ্চিত, অভিষেক হয়ে যেতে পারে তরুণ মাহমুদুল হাসান জয়ের।

সিরিজে এগিয়ে থাকা পাকিস্তানও মুখিয়ে আছে জয়ের জন্য। সিরিজ জিতেই ফিরতে চায় সফরকারীরা। গতকাল পেস আক্রমণের দলটির প্রাণ ভোমরা শাহীন আফ্রিদি বলেছেন, ‘ছন্দ খুব ভালো আছে, দলের কম্বিনেশন দারুণ। ছেলেরা প্রস্তুত দ্বিতীয় টেস্টের জন্য। অবশ্যই লড়াই করব এবং ভালোভাবে শেষ করব এবং এখান থেকে সিরিজ জিতে ফিরব।’

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে