ঢাকাঃ দিনের শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ। আগের দিনের সেট ব্যাটার মুশফিকুর রহিম আজ ফিরলেন তিন বল খেলেই।
উঠন্তি মুলো নাকি পত্তনেই চেনা যায়। তবে আজ সেটা দেখা গেল না মোটেও। হাসান আলী দিনের শুরুটা করেছিলেন মুশফিকের ড্রাইভিং লেন্থে বাজে এক বল করে। মিড উইকেট দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে তার জবাবও দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটার।
দুটি লুজ বল দেয়ার পর তৃতীয় বলটি পারফেক্ট কর্কার ছিল হাসান আলির। মুশফিক ভেবেছিলেন অফ স্ট্যাম্প মিস করে যাবে বলটি। এ কারণে তিনি ব্যাট দিয়ে বল না ঠেকিয়ে ছেড়ে দেন; কিন্তু না, অফস্ট্যাম্পকে উড়িয়ে নিয়েই চলে গেলো বল।
স্রেফ বোকামি ছাড়া আর কিছুই নয়। অফ স্ট্যাম্পের ওপর থাকা বলটাকেই সঠিকভাবে বিচার করতে পারলেন না মুশফিক। দিনের প্রথম বলে একটি বাউন্ডারি মেরে যেন আত্মবিশ্বাসটা আকাশে উড়তে চাইছিল তার। সেটাই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। হাসান আলির ট্রিকসটাই বুঝতে পারলেন না তিনি। ৩৩ বল মোকাবেলায় ১৬ রান করে আউট হলেন তিনি।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৬। ৮ রান নিয়ে উইকেটে আছেন ইয়াসির আলি। লিটন দাস রয়েছেন ২ রানে।
আগামীনিউজ/বুরহান