ঢাকাঃ দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখলেন পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস। একটু পর দলও খেয়ে বসল গোল। যেকোনো সময় হোঁচট খেতে পারত ১০ জনের দল নিয়ে। কিন্তু কোন দুর্ঘটনা ঘটেনি। নঁতেকের বিপক্ষে শনিবার ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচটিতে দল জিতেছে ৩-১ গোলে। এ ম্যাচে পিএসজির হয়ে লিগে প্রথম গোল করার আনন্দে মাতেন লিওনেল মেসি। দলের কাঙ্ক্ষিত জয়ে এমবাপ্পে অবদান রাখেন এক গোলের।
খেলার ২ মিনিটেই দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। খেলায় কয়েকটি সুযোগ মিস করেন মেসি। এর মধ্যে ১৮তম মিনিটে নেইমারের সঙ্গে বল দেয়া নেয়া করেই ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান মেসি। সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে আর্জেন্টাইন তারকার জোরালো শট দারুণভাবে ঠেকিয়ে দেন আলবাঁ লাফুঁ। গোলের আরও সুযোগ নষ্ট করেছে পিএসজি।
এর মধ্যে ৬৫ মিনিটে লুদোভিচ ব্লাসকে আটকাতে গিয়ে লাল কার্ড দেখেন গোলরক্ষক কেইলর নাভাস। নেইমারকে তুলে নিয়ে গোলরক্ষক রিকোকে নামান পচেত্তিনো।
এই সুযোগে ৭৬ মিনিটে সমতা ফেরায় নঁতে। অতিথিদের পক্ষ থেকে ম্যাচের একমাত্র গোলটি আসে র্যান্ডাল কোলো মুয়ানির কাছ থেকে।
ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখন ভাগ্য ফিরে তাকায় পিএসজির দিকে। ৮১ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। আর ৮৭ মিনিটে মেসির গোলখরা কাটানোর ব্যবস্থা করেন এমবাপ্পে।
আর ম্যাচ শেষ হওয়ার কিছু আগে নিজের ট্রেডমার্ক ভঙ্গিতে গোল করেন মেসি। ৮৭ মিনিটে বল পেয়ে এক ডিফেন্ডারকে ডজ দিয়ে সামনে এগিয়ে আসা দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল একেবারের বারের কোণা বরাবর পাঠিয়ে দেন জালে। ফ্রান্সের সর্বোচ্চ লিগে গোল খরা কাটালেন মেসি।
আগামীনিউজ/নাসির