Dr. Neem on Daraz
Victory Day
ব্যর্থতার বিশ্বকাপ শেষে

দেশে ফিরেছে টাইগারদের একাংশ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৫, ২০২১, ০৬:৩২ পিএম
দেশে ফিরেছে টাইগারদের একাংশ

ছবিঃ আগামী নিউজ

ঢাকাঃ টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের একাংশ। তবে, ছুটি কাটাতে দুবাইতেই রয়ে গেছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও লিটন দাস।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে ঢাকায় পৌঁছায় নাঈম, আফিফরা। এর আগে, দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হয় টিম বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের অর্জন কী? ক্যাচ মিসের মহড়া, একশর নিচে অল-আউট, দুর্বল ব্যাটিং-ফিল্ডিং আর ডেথ ওভারে যাচ্ছেতাই বোলিং। মাঠে টাইগারদের বাজে পারফর্মেন্সের পাশাপাশি জমজমাট ছিল মাঠের বাইরের ক্রিকেটও। তাই অভিজ্ঞতা মোটেও ভালো হয়নি টাইগারদের। প্রথম পর্বে দুই ম্যাচ জেতার পর দ্বিতীয় পর্বে হেরেছে পাঁচ ম্যাচ। গ্রুপ-১ এর বাংলাদেশই একমাত্র দল যারা কোন ম্যাচেই পায়নি জয়ের দেখা।

বিশ্বকাপ শেষে খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। কদিন বাদেই ঘরের মাঠে খেলবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ। সেই লক্ষ্যে ১২ তারিখ থেকে শুরু হবে অনুশীলন। তার আগেই ছুটি কাটিয়ে ফিরবেন বাকি চার জন।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে