Dr. Neem on Daraz
Victory Day

প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ১১:৫৯ পিএম
প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। বৃথা গেল না জস বাটলারের সেঞ্চুরি।

ইংলিশদের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয় লঙ্কানরা। এর আগে শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ডকে ৪ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ এনে দেন বাটলার।

ব্যাটিংয়ের পর গ্লাভস হাতেও ইংল্যান্ডকে জয়ের পথে নেতৃত্ব দেন তিনি। অধিনায়ক দাসুন শানাকাকে (২৬) রানে সরাসরি থ্রোয়ে রান আউট করে দলকে ম্যাচ বের করে আনতে সহায়তা করেন বাটলার।

এর আগ পর্যন্ত জয়ের স্বপ্নই দেখছিল শ্রীলঙ্কা। শানাকার আগে ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৪) দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। তবে দুই স্পিনার মঈন আলী ও আদিল রাশিদ প্রয়োজনীয় মুহূর্তে ঠিকই জ্বলে ওঠেন। দুজনে ভাগাভাগি করেছে দুটি করে উইকেট।

‘এ’ গ্রুপের সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ জিতে সেমিতে আগেই এক পা দিয়ে রেখেছিল ইংল্যান্ড। এবার এক ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করল ইয়ন মরগানের দল। অন্যদিকে শ্রীলঙ্কার সেমিতে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ বলা চলে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রথম সেঞ্চুরির দেখা পেল বাটলারের ব্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের শেষ বলে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পা রাখেন ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার।

আগামীনিউজ/ হাসান

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে