Dr. Neem on Daraz
Victory Day

নিউজিল্যান্ডের কাছেও পাত্তা পেল না ভারত


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ১১:২৫ পিএম
নিউজিল্যান্ডের কাছেও পাত্তা পেল না ভারত

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল হিসেবেই খেলতে আসে ভারত। নিজ দেশে খেলা না হলেও আসরটির স্বাগতিক দলও তারা। কিন্তু সেই দলটি কি-না সুপার টুয়েলভ থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে। পাকিস্তানের কাছে বিধ্বস্ত হওয়ার পর এবার নিউজিল্যান্ডের কাছেও পাত্তা পায়নি দলটি। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দিনের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১০ রান করে ভারত। জবাবে ৩৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় কিউইরা।

নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। ফলে টানা দুই হারে সেমি-ফাইনালে সমীকরণ বেশ কঠিন হয়ে গেল তাদের। পরের তিনটি ম্যাচেই জিততে হবে তাদের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর ফলাফলের উপরও। অন্যদিকে ভারতকে হারিয়ে সেমির স্বপ্ন ভালোভাবেই বাঁচিয়ে রাখল কেন উইলিয়ামসনের দল।

পাকিস্তানের বিপক্ষে শুরু ধাক্কা সামলে লড়াইয়ের পুঁজি পেয়েছিল ভারত। কিন্তু এদিন নিউজিল্যান্ডের বিপক্ষে পুরো ইনিংস জুড়েই সংগ্রাম করেছেন ভারতীয় ব্যাটাররা। দায়িত্ব নিতে পারেননি কেউই। ফলে সাদামাটা পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

টস হেরে ব্যাট করতে নামা ভারত এদিন শুরু থেকেই বিবর্ণ। নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে দলটি। গড়ে ওঠেনি বলার মতো কোনো জুটি। এমনকি ব্যক্তিগতভাবেও কোনো ব্যাটার বড় কোনো ইনিংস খেলতে পারেননি। উইকেটে সেট হয়েছেন ঠিকই। কিন্তু আউট হয়েছেন এর পরপরই।

রোহিত শর্মাকে তিনে নামিয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদবের জায়গায় একাদশে ঢোকা ইশান কিশান। কিন্তু সুবিধা করে উঠতে পারেননি। ফিরে যান দলীয় ১১ রানেই। ঠিক পরের বলেই ফিরতে পারতেন রোহিত শর্মা। তবে সহজ ক্যাচ তুলে দিয়েও বেঁচে যান। কিন্তু সে জীবন খুব একটা কাজে লাগাতে পারেননি তিনিও।

ছয় নম্বর ব্যাটার হার্দিক পান্ডিয়া ও সাত নম্বর ব্যাটার রবীন্দ্র জাদেজা কিছুটা চেষ্টা করেছিলেন। ষষ্ঠ উইকেট জুটিতে ২৬ রান যোগ করেন এ দুই ব্যাটার। যা দলটির ইনিংসের সর্বোচ্চ জুটিও বটে। তাতে কোনো মতে শতরানের কোটা পার করতে পারে ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন জাদেজা। ১৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় এ রান করেন তিনি। ২৪ বলে ১টি চারে ২৩ রান আসে পান্ডিয়ার ব্যাট থেকে। লোকেশ রাহুল করেন ১৮ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে ২০ রানের খরচায় ৩টি উইকেট পান ট্রেন্ট বোল্ট। ৪ ওভার বল করেন ১৭ রানের বিনিময়ে ২টি শিকার ইশ সোধির। ১টি উইকেট পান টিম সৌদি ও অ্যাডাম মিলনে। উইকেট না পেলেও ৪ ওভারে মাত্র ১৫ রান দেন মিচেল স্যান্টনার।

সাদামাটা পুঁজিতে বোলাররা ভারতকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত ব্রেক থ্রু। যদিও দলীয় ২৪ রানে ওপেনার মার্টিন গাপটিলকে তুলে নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। কিন্তু সাফল্য বলতে গেলে এটুকুই। এরপর দলীয় ৯৬ রানে আরেক ওপেনার ড্যারিল মিচেলকেও তুলে নেন বুমরাহ। কিন্তু ততোক্ষণে বেশ দেরি হয়ে যায়। এর আগেই জয়ের ভিতটা ভালোভাবেই গড়ে দেন মিচেল।

দ্বিতীয় উইকেটে অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে ৭২ রানের জুটি গড়েন মিচেল। তবে জয়ের ভিত পেয়ে গেলেও কিছুটা হলেও আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরিটা পারতেন কিছুটা ধৈর্য ধরলেই। তবে ছক্কা হাঁকাতে গিয়ে লংঅন সীমানায় ক্যাচ দিয়ে আউট হয়েছেন ব্যক্তিগত ৪৯ রানে। ৩৫ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন এ ওপেনার।

মিচেল আউট হলে বাকি কাজটা ডেভন কনওয়েকে নিয়ে শেষ করেন অধিনায়ক উইলিয়ামসন। ২৫ বলে ১টি চারে ২২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। এছাড়া ওপেনার গাপটিলের ব্যাট থেকে আসে ২০ রান। ভারতের হয়ে দুটি উইকেটই পেয়েছেন বুমরাহ।

আগামীনিউজ/শরিফ  

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে