Dr. Neem on Daraz
Victory Day

রোনালদোর নৈপুণ্যে ইউনাইটেডের জয়


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ১০:২৭ এএম
রোনালদোর নৈপুণ্যে ইউনাইটেডের জয়

ছবি: সংগৃহীত

ঢাকাঃ অবশেষে জয়ের সরণিতে প্রত্যাবর্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। নেপথ্যে সেই ক্রিশ্চিয়ানো রোনাদো। শনিবার (৩১ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ৩-০ হারাল ম্যান ইউ। গোল করেন রোনালদো, এডিনসন কাভানি ও মার্কাস র‌্যাশফোর্ড।

গেল রোববার ম্যানইউ ঘরের মাঠে লিভারপুলের কাছে ৫-০ গোলে হেরেছিল। এই হারের পর ম্যানইউতে কোচ ওলে গুনার শুলসারের ভবিষ্যত নিয়ে শঙ্কা জেগেছিল। এমন সময়ে টটেনহ্যামের বিপক্ষের এই জয় নিঃসন্দেহে উজ্জীবিত করবে রেড ডেভিলস শিবিরকে।

অবশ্য স্পার্সদের বিপক্ষে গোলের দেখা পেতে ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ম্যানইউকে। এ সময় ক্রিস্টিয়ানো রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। এ সময় ব্রুনো ফার্নান্দেসের ক্রস থেকে ভলিতে অসাধারণ এক গোল করেন রোনালদো। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ম্যানইউ।

বিরতির পর ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান এডিনসন কাভানি। তাকে গোলে সহায়তা করেন রোনালদো। ম্যাচের শেষ দিকে গোলের দেখা পান বদলি খেলোয়াড় হিসেবে নামা মার্কাশ রাশফোর্ড। তাতে ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।

এই জয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রোনালদো-কাভানিরা। ১০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে অষ্টম স্থানে। আজ জিতলে তারা উঠে যেত পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে