Dr. Neem on Daraz
Victory Day

আরও একটি উইকেট পতন, চাপে উইন্ডিজ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২১, ০৫:২০ পিএম
আরও একটি উইকেট পতন, চাপে উইন্ডিজ

ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ ওয়েস্ট ইন্ডিজের আরও একটি উইকেট শিকার করলেন টাইগাররা। ১২.৪ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় ক্যরিবীয়রা। ১৬ বলে ৮ রান করে রিটায়ার্ড  হার্ট হয়ে ফেরেন উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেওয়ায় চাপের মধ্যে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

মোস্তাফিজের পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে মেহেদি হাসানের জোড়া আঘাত। এভিন লুইসকে সাজঘরের পথ দেখান কাটার মাস্টার মোস্তাফিজ।

এরপর ক্যারিবীয় তারকা ওপেনার ক্রিস গেইল ফেরান মেহেদি হাসনান। দলীয় ৩২ রানে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা সিমরন হেটমায়ারকেও সাজঘরে ফেরান মেহেদি।

এই অফ স্পিনারের বলে বোল্ড হওয়ার আগে ১০ বলে মাত্র ৪ রান করার সুযোগ পান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ৭ বলে ৯ রান করে ফেরেন হেটমায়ার।

৬.৪ ওভারে দলীয় ৩২ রানে প্রথম সারির ৩ উইকেট হারায় উইন্ডিজ। 

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই সাফল্য পান মোস্তাফিজুর রহমান। এই কাটার মাস্টারের বলে মুশফিকুর রহিমের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ক্যারিবীয় তারকা ওপেনার এভিন লুইস। 

দলীয় পঞ্চম আর নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে বোল্ড করেন মেহেদি হাসান। ৪.২ ওভারে দলীয় ১৮ রানে সাজঘরে ফেরার আগে ১০ বলে মাত্র ৪ রান করার সুযোগ পান গেইল। এরপর ৬.৪ ওভারে দলীয় ৩২ রানে সিমরন হেটমায়ারকে ক্যাচ তুলতে বাধ্য করেন মেহেদি হাসান। 

শুক্রবার আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দল।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আগামীনিউজ/শরিফ 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে