Dr. Neem on Daraz
Victory Day

স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১১:৫৪ এএম
স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকাঃ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বুধবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল ৪টায়। 

টি-টোয়েন্টিতে এবারই প্রথম পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ইংলিশরা তাই বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না। এই ম্যাচে ইংল্যান্ড অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে। তবে চোটের কারণে আগের ম্যাচে অনুপস্থিত মার্ক উড পুরোপুরি ফিট হয়ে উঠলে টাইমাল মিলসের পরিবর্তে খেলতে পারেন তিনি। এছাড়া পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারে।

বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসছে নিশ্চিতভাবেই। পুরোনো পিঠের ব্যথায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার বদলে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। নাসুম আহমেদ একাদশে থাকবেন এই ম্যাচেও। ইংল্যান্ডও তাদের পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশের স্পিনের কথা মাথায় রেখেই।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ 

বাংলাদেশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ইংল্যান্ড: জেসন রয়, জস বাটলার (উইকেটরক্ষক), ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস/মার্ক উড।

আগামীনিউজ/নাসির

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে