Dr. Neem on Daraz
Victory Day

এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন এই ব্যাটসম্যান


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ১০:৪৬ পিএম
এক ওভারে ছয় ছক্কা হাঁকালেন এই ব্যাটসম্যান

ছবি: সংগৃহীত

ঢাকাঃ এক ওভারে ছয় বল, প্রতি বলেই ছক্কা হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকরন মালহোত্রা। এমন ঘটনা হরহামেশা না ঘটলেও এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর রেকর্ড আছে একাধিক।

আজ (বৃহস্পতিবার) ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই বিরল রেকর্ড গড়েছেন মালহোত্রা। 

এরআগে ওভারে ছয় ছক্কা হাঁকানোর কৃতিত্ব আছে দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস, ভারতের যুবরাজ সিং আর ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডের।

মজার ব্যাপার হলো, এক ওভারে ৩৬ রান নেয়া এই ব্যাটসম্যানের ওয়ানডে ক্রিকেটে আগের সর্বোচ্চ ইনিংসটি ছিল মাত্র ১৮ রানের। 

৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান যখন ক্রিজে এসেছিলেন তখন দশম ওভার চলছে যুক্তরাষ্ট্রের ইনিংসে। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে দল। সেই জায়গায় দাঁড়িয়ে হার না মানা ১৭৩ রান করেছেন মালহোত্রা। যা কিনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় ব্যক্তিগত সেরা।

সবমিলিয়ে ১২৪ বলে ১৭৩ রানের ইনিংসে ১৬টি ছক্কা হাঁকিয়েছেন মালহোত্রা। একটি ছক্কার জন্য ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যানের ১৭ ছক্কার রেকর্ডটি ছুঁতে পারেননি তিনি।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে