Dr. Neem on Daraz
Victory Day
বিশ্বকাপ বাছাই

চিলিকে হারিয়ে ব্রাজিলের সাতে সাত


আগামী নিউজ | ক্রীড়া ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ১০:৫১ এএম
চিলিকে হারিয়ে ব্রাজিলের সাতে সাত

ছবি: সংগৃহীত

ঢাকাঃ প্রিমিয়ার লিগের ছয় ক্লাব খেলোয়াড় ছাড়তে রাজি হয়নি। তাই মূল একাদশের বেশ কয়েকজন খেলোয়াড়কে স্কোয়াডেই পায়নি ব্রাজিল! অথচ বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যেতে হয়েছে চিলির মাঠে। কিন্তু কোনও সমস্যাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি সেলেসাওদের সামনে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ছুটে চলেছে তাদের জয়রথ। পেয়েছে টানা সপ্তম জয়।

স্তাদিও মনুমেন্তাল দাভিদ আরেয়ানোয় খেলা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথম আক্রমণে যায় ব্রাজিল। কর্নারের বিনিময়ে সে যাত্রায় বেঁচে যায় চিলি। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু কোনও দলই পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেনি। চিলি দূরপাল্লার শটে গোলের চেষ্টা করলেও ব্রাজিল গোলরক্ষক ওয়েভেরতনকে পরীক্ষায় ফেলতে পারছিল না তারা।

প্রথমার্ধে আক্রমণভাগের কাছে আশানুরূপ কিছু না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় এভারটন রিভেইরোকে নামান তিতে। এর সুফল পেতে সময় লাগে ২০ মিনিটেরও কম। নেইমারের শট চিলির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বলে সহজেই গোল করেন রিভেইরো।

এই এক গোলেই জয় নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের। শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ব্রাজিল। যোগ করা সময়ে ব্রাভোর ভুলে গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন নেইমার। তবে ডিফেন্ডারদের দৃঢ়তায় জালের দেখা পাননি তিনি।

কষ্টার্জিত এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত হলো ব্রাজিলের। এ নিয়ে বাছাইয়ের সাত ম্যাচের সবগুলো জিতল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে ১০ দলের মধ্যে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। তারা আগের ম্যাচে ৩-১ গোলে হারায় ভেনেজুয়েলাকে। সেরা চার দল সরাসরি কাতারের টিকিট পাবে। আর পঞ্চম দল খেলবে আন্তঃঅঞ্চলীয় প্লে অফ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে