Dr. Neem on Daraz
Victory Day

কাল দেশে ফিরছেন সাকিব


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১, ০৪:২৪ পিএম
কাল দেশে ফিরছেন সাকিব

ঢাকাঃ আগামীকাল মঙ্গলবার নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের টিম হোটেলে কোয়ারেন্টাইনে যাচ্ছে। কোয়ারেন্টাইনে যোগ দিতে পরিবারের সাথে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষে তিনি পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ইতিমধ্যে করোনা টেস্টও সম্পন্ন হয়েছে তার। মুঠোফোনে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের এক কর্মকর্তা। তিনি বলেন, 'মঙ্গলবার ভোরে সাকিবের ফেরার কথা রয়েছে। এসেই তিনি সরাসরি হোটেলে চলে যাবেন। কোয়ারেন্টাইন শেষে তারপর মাঠে নামবেন।'

ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ হয়েছিলেন সাকিব। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে করেন ১১৪ রান। আর বল হাতে নেন ৭ উইকেট। সর্বশেষ ম্যাচে একাই নিয়েছিলেন অজিদের ৪টি উইকেট।

নির্বাসন থেকে ফেরার পর বল হাতে ছন্দ ফিরলেও ব্যাট হাতে ছিলেন নিষ্প্রভ। তবে জিম্বাবুয়ে সফরের পর অস্ট্রেলিয়া সিরিজে ব্যাট হাতে সাবলীল ছিলেন সাকিব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে