Dr. Neem on Daraz
Victory Day

অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ওয়েস্ট ইন্ডিজ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০২১, ১২:৩৬ পিএম
অস্ট্রেলিয়াকে হারিয়ে সমতায় ওয়েস্ট ইন্ডিজ

ঢাকাঃ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান বোলারদের তোপের মুখে পড়ে ১৮৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ৪ উইকেট ও ১২ ওভার হাতে রেখেই লক্ষ্য স্পর্শ করে ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই বেন ম্যাকডারমটকে শিকার করেন শেলডন কটরেল। পাওয়ারপ্লের ভেতরেই আউট হন ৩ অজি ব্যাটসম্যান। টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে যায় অস্ট্রেলিয়া। ১৯ রান করা মিচেল স্টার্ককে হেইডেন ওয়ালশ শিকার করলে ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অজিরা।

লোয়ার অর্ডারের দৃঢ়তায় কিছুটা সম্মানজনক সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন এই সিরিজেই অভিষিক হওয়া ওয়েস এগার। ৩ ও ২ ছক্কায় ৩৬ বলে ৪১ রান করেন তিনি। ম্যাথু ওয়েড ৬৮ বলে ৩৬ রান ও অ্যাডাম জাম্পা ৬২ বলে ৩৬ রান করেন। লোয়ার অর্ডারের প্রচেষ্টায় অস্ট্রেলিয়া পায় ১৮৭ রানের সংগ্রহ।

জোসেফকে সাথে নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করেন পুরান। ৭৫ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরা খেলোয়াড়ও হয়েছেন পুরান। তার ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কা।

৪ উইকেটের এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে