ঢাকাঃ ডেইলি সান, দ্য মিররের মতো কিছু ইউরোপীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, পিএসজি এবং জুভেন্টাস ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মাউরো ইকার্দির মধ্যে ‘সোয়াপ ডিলের’ব্যাপারে ভাবছে। সেসব সংবাদে বলা হয়েছে, জুভেন্টাসই মূলত ট্রান্সফার মার্কেটে ঝড় তুলতে পারা এই চুক্তির ব্যাপারে আগ্রহী।
জুভেন্টাসের কোচঅ্যালেগ্রি যে রোনালদোর ব্যাপারে আগ্রহী নন, তা পুরনো খবর। তার চাই একজন পুরোদস্তুর নাম্বার নাইন। এক্ষেত্রে ইন্টার মিলানের সাবেক অধিনায়ক ও বর্তমানে পিএসজিতে নেইমার, এমবাপ্পের সাথে খেলা মাউরো ইকার্দিকেই পছন্দ অ্যালেগ্রির।
খবরে এসেছে, গ্রীষ্মকালীন দলবদলের মধ্যেই জুভেন্টাস মাউরো ইকার্দির বিনিময়ে তাদের পর্তুগিজ গোল মেশিন রোনালদোকে পিএসজিতে পাঠাতে পারে। কারণ অ্যালেগ্রি তার আগের মেয়াদেও মাউরো ইকার্দিকে জুভেন্টাসে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। এবার তার ইচ্ছা পূরণ হলেই সিআর সেভেনকে দেখা যাবে নেইমার ও এমবাপ্পেদের পাশে খেলতে।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণভাগ দেখার এমন তীব্র আগ্রহ অনেক রোনালদো ভক্তকেই আনন্দ দিতে পারে। তবে এমন সোয়াপ ডিল হলে সেটা রোনালদো ভালোভাবে মেনে নিতে পারবেন কি না, সেটা এখনই বলা কঠিন।