ঢাকাঃ বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ ও ব্যাটিং কোচের পদে নিয়োগ কার্যক্রম প্রায় চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন জিম্বাবুয়ে সফরেই নতুন দুই কোচ পেতে পারে টাইগাররা।
বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পাচ্ছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ। স্পিন কোচ খোঁজার ক্ষেত্রে ড্যানিয়েল ভেট্টোরির মত হাই প্রোফাইল সাবেক খেলোয়াড়েই নজর ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই দৌড়ে এগিয়ে ছিলেন হেরাথই। কিন্তু তার চাহিদা আর বিসিবির পরিকল্পনা যেন ঠিক খাপ খাচ্ছিল না।
তবে শেষপর্যন্ত হেরাথকেই তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজদের কোচ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
এদিকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পাচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। ৪৪ বছর বয়সী এই কোচ দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্ট, ৫২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ১১টি শতক ও ১১টি অর্ধশতক এবং ওয়ানডেতে ৩টি অর্ধশতক আছে তার। হেরাথের কোচিং ক্যারিয়ার বড় না হলেও প্রিন্সের আছে কয়েক বছর ধরে কোচিং করানোর অভিজ্ঞতা।
দুই কোচের সাথে কয়দিনের চুক্তি বা তাদের পারিশ্রমিক কেমন হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি।