Dr. Neem on Daraz
Victory Day

আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুইয়ে এসে চমকে দিলেন মিরাজ


আগামী নিউজ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৩:২৭ পিএম
আইসিসি র‍্যাঙ্কিংয়ে দুইয়ে এসে চমকে দিলেন মিরাজ

ঢাকাঃ বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আইসিসির বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে প্রবেশ করলেন মেহেদি মিরাজ। তার আগে ২০১০ সালে বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও বসেছিলেন দুই নম্বর স্থানে। আর বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০০৯ সালে বসেছিলেন ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে।

আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বোলারদের তালিকায় দুই নম্বরে উঠে এসে নিজেই চমকে গেছেন মিরাজ। তিনি জানান, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আমি কখনও ভাবিনি দুই নম্বরে উঠে আসব। যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলাম আমি টেস্ট বোলারই ছিলাম। কিন্তু আমি ভাবতাম, শুধু টেস্ট খেলবো না, সব ফরম্যাটেই খেলবো। ওয়ানডে ক্রিকেট শুরুর পর চিন্তাই ছিল কীভাবে পারফর্ম করে দলে অবদান রাখা যায়। তবে খুব বেশি চিন্তা করিনি। ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা করেছি, কাজ করেছি, কোন জিনিসটা করলে নিয়মিত ম্যাচ খেলতে পারব, দলের উপকার হবে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতিমধ্যেই পরপর দুইম্যাচ জিতে বাংলাদেশ সিরিজ পকেটে পুরে ফেলেছে। এই জোড়া ম্যাচেই মেহেদি হাসান মিরাজ বল হাতে দারুণ পারফর্ম করেছেন। চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে ৩০ রান খরচায় ৪ উইকেট নেন মেহেদি মিরাজ। সেই ধারাবাহিকতা বজায় রেখে পরের ম্যাচে তার শিকার ২৮ রানে ৩ উইকেট। যার পুরস্কার হিসেবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের তিন ধাপ এগিয়ে মিরাজ এখন বিশ্বের ২ নম্বর ওয়ানডে বোলার।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে